কবিতা
মুক্তধারা
রথের চাকা
স্বর্নেন্দ্দু দাস
নতুন বন্ধু
২৭ জুন ২০২৫ / বর্ষ ৩
ঘরঘর ঘরঘর ঘুরে চলে রথের চাকাটা,
রথের দড়িটা টেনে নিয়ে চলে মানব সভ্যতা।
কুড়মুড় করে খাওয়া ভাজা পাপড়ের স্বাদ
সভ্যতার চাকা এগিয়ে নিয়ে চলে মনুষ্যজাত।
বিজ্ঞান দিয়ে মনুষ্য উঠেছে আজ উচ্চতর শিখরে-
রথের চাকা যে আজ সমগ্র পৃথিবীতে ঘোরে।
সময়ের প্রতীক সে যে ঘূর্ণয়মান চাকা
ভূত-ভবিষ্যত-বর্তমানে এযে সময়ের চাকা
রথের দড়িকে টেনে অগ্রসর হয়ে,
সমাজ উত্তীর্ণ হবে অধুনা জীবনে।
নবম শ্রেণী, কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ
রহড়া উত্তর ২৪ পরগনা
Comments :0