Andre Russel Anounced His Retirement From International Cricket

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আন্দ্রে রাসেলের

খেলা

বৃহস্পতিবার আন্তর্জাতিক ভৰিকেট থেকে নিজের অবসরেরকথা ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রায় ১৫বছর ধরে জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপানোর পর অবসর নিলেন রাসেল। ৩৭বছরের এই জামাইকান বিশ্ব টিটোয়েন্টি যুগের এক বিশিষ্ট নাম। ২০১২ ও ২০১৬তে  টিটোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন রাসেল। এই ফরম্যাটে ১০৭৮রান রয়েছে এই পাওয়ার হিটারের। বল হাতে মোট ৬১টি উইকেট নিয়েছেন রাসেল। নিজের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৮৪টি টিটোয়েন্টি , ৫৬টি ওডিআই এবং একটি টেস্ট ম্যাচ খেলেছেন রাসেল। অবসরের পপর তিনি জানিয়েছেন ' আমি আমার এই অনুভূতি ব্যাক্ত করতে পারবনা । ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে আমি সবথেকে বেশি গর্বিত অনুভব করেছি। শেষবারের মতো আমি এই মেরুন জার্সি পড়তে চলেছি '।

আগামী ২৩জুলাই জামাইকার কিংস্টোনের সাবিনা পার্ক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেই শেষবার মেরুন জার্সিতে দেখা মিলবে আন্দ্রে ডোয়াইন রাসেলের। 

Comments :0

Login to leave a comment