অবশষে আইলিগ নিয়ে জট কাটল। কোর্ট এট্ট্রিবিউশন অফ স্পোর্টস বা CAS শুক্রবার সিদ্ধান্ত জানালো ইন্টার কাশির পক্ষেই। ইন্টার কাশির খেলোয়াড় মারিও বার্কোকে নিয়েই এই ঘটনার সূত্রপাত। গত আইলিগে তার নাম দলে নথিভুক্ত করে ইন্টার কাশি ম্যানেজমেন্ট। তবে ডিসেম্বরে চোটের কারণে তার নাম আনরেজিস্টার করা হয়েছিল। তার নাম ফের একবার নথিভুক্ত করা জুয়ান পেরেজের জায়গায়। আইলিগের ৬.৫.৭. ধারার নিয়মানুযায়ী এক মরশুমে মোট ৩জন বিদেশী খেলোয়াড়কেই বদল করা যেতে পারে। এই নিয়ম লংঘনের কারণেই আইলিগের বেশ কয়েকটি দল ইন্টার কাশির বিরুদ্ধে অভিযোগ জানায়। এর ফলে নামধারী ম্যাচের থেকে ৩পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল তাদের। শেষ ম্যাচে ড্র করে ৪২পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চার্চিল ব্রাদার্স। ইন্টার কাশির পয়েন্ট দাঁড়িয়েছিল ৩৯। তবে এই সিদ্ধান্তের ফলে সেই ৩পয়েন্ট তাদের দিয়ে দেওয়া হয়েছে। ফলে সমসংখ্যক ৪২পয়েন্ট পেলেও গোল পার্থক্ক্যে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল এন্টোনিও হাবাসের দল । CAS -র সিদ্ধান্তই যে এই বিষয়ে চূড়ান্ত হবে । এই ব্যাপারে পরবর্তীতে হয়তো ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের ( AIFF ) তরফ থেকে একটি বিবৃতি জানানো হবে । আপাতত আইলিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি। অর্থাৎ আসন্ন মরশুমে আইএসএলে প্রবেশাধিকার পেতে চলেছে ইন্টার কাশি।
I LEAGUE CHAMPION INTER KASHI
ক্যাসের সিদ্ধান্তে আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি

×
Comments :0