POETRY | ANJU BANU | ANDHAJANE ALO | MUKTADHARA | 5 DECEMBER 2025 | 3rd YEAR

কবিতা | আনজু বানু | প্রভু দৃষ্টি হীনে দৃষ্টি দাও | মুক্তধারা | ৫ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ANJU BANU  ANDHAJANE ALO  MUKTADHARA  5 DECEMBER 2025  3rd YEAR

কবিতা

মুক্তধারা

প্রভু দৃষ্টি হীনে দৃষ্টি দাও

আনজু বানু
 

৩ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩

হিসেব বলছে এই বাংলায় 
রয়েছে যত মুসলমান 
সারা ভারতে ততই আছে
গুনে পাবে তার প্রমাণ।

পহেলগাও আর ওয়াকফ বিল
এস আই আর এ কত মিল
কেন্দ্র রাজ্য সেটিং কত
একে একে মিলিয়ে নিন।

যেদিন বাংলায় শান্তি মিছিল
ওয়াকফ বিলে ডাক দিল
সেদিনই কেন পহেলগাওয়ে
অত মানুষের প্রাণ নিল?
সহানুভুতিটা ভিলেন হয়ে
মানব দৃষ্টি ঘুরিয়ে দিল।

এস আই আর বিরোধিতায় 
রাজ্যে মিটিং প্লান করে
জনসমাগম দেখল কত
মুসলিম দরদি অভিনয় জোরে।

যাদের মারছে হাতে ভাতে
আল্হাদে তারাই যোগ দিল
ঠেকলনা হাতে পেছনের বাঁশ 
ডিম্বাভাতেতেই খুশি হল।

এস আই আর হবেই হবে
সময় দিল অল্প অতি
বলবে পরে গরমিল আছে
সি এ এ হবে দ্রুত গতি।

গরু খাওয়া মগজগুলো
গরুর মতই হাম্বা স্বরে
একই দিকে ছুটবে তবু 
বুঝে না তফাৎ আপন পরে

 

Comments :0

Login to leave a comment