SFI JUSTICE

‘মঞ্চের জন্য আসিনি, রাস্তায় নেমেছি বিচারের দাবিতে’ (দেখুন ভিডিও)

কলকাতা

ধর্মতলায় অস্থায়ী মঞ্চে মীনাক্ষী মুাখর্জি, ধ্রুবজ্যেোতি সাহা।

মঞ্চ হোক বা না হোক বিচারের দাবিতে রাস্তাতেই থাকব। বৃহস্পতিবার ধর্মতলায় স্পষ্ট জানালেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী। 
প্রণব বলেছেন, আর জি করে খুন-ধর্ষণ কাণ্ডে বিচারের দাবিতে রাস্তায় নেমেছে ছাত্র-যুব-মহিলারা। হাইকোর্টে আমরা গিয়েছিলাম। পুলিশ নির্দিষ্ট করে বাধা দেওয়ার কথাবলেনি। এখন বলেছে মঞ্চ বাঁধতে দেবে না। আমরা মঞ্চের জন্য আসিনি। এসেছি বিচারের দাবিতে। বামপন্থী ছাত্র-যুব-মহিলারা পুলিশের অনুমতির ভরসাতে আন্দোলন করছে না। বিচারের দাবি ছিনিয়ে আনতে রাস্তায় নেমেছি, রাস্তাতেই থাকব।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন