INDIAN WEIGHTLIFTING RECORD

ভারত্তোলনে নয়া জাতীয় রেকর্ড রানাঘাটের সোহানের

রাজ্য খেলা জেলা

WEIGHTLIFTING INDIAN SPORTS BENGALI NEWS

জাতীয় পাওয়ার লিফটিং চাম্পিয়ানশিপে নতুন জাতীয় রেকর্ড গড়ল রানাঘাটের সোহান দাস। মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং-এ রানাঘাট শরৎপল্লীর বাসিন্দা ১৬ বছরের সোহান ২১৩ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েছে। এর আগে জাতীয় রেকর্ড ছিল ২১০ কেজি। আগামী অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ইতিমধ্যেই প্রচুর বানিজ্যিক সংস্থা সোহানের পরিবারের সাথে যোগাযোগ করেছে। কিন্তু তার পরিবার চায় ভারতের জার্সি পরেই তাদের সন্তান খেলুক। সোহানের বাবা সুখেন দাস ২০ বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। প্রাক্তন সেনাকর্মীর স্বপ্ন, এবার ছেলের পালা ভারতের তেরঙা বিভিন্ন দেশে তুলে তুলে ধরার।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন