‘যা খুশি অভিযোগ কর। যাকে খুশি জানাও। আমার কিস্যু করতে পারবে না।’
এমন হুমকি দিচ্ছেন বিজেপি নেতা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন যে মহিলা, ঘরে ঢুকে হুমকি তাঁকে।
এখানেই শেষ নয়। মধ্য প্রদেশের সাতনার এই বিজেপি নেতা অশোক সিং শ্লীলতাহানি করেছে মহিলার। পুরো পরিবারকে খুনের হুমকি দিয়েছে। এত বেপরোয়া যে ঘটনা নিজেই ভিডিও করেছে।
মধ্য প্রদেশের পুলিশ নিজে থেকে বিশেষ কিছু করেনি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তুমুল ক্ষোভের মুখে পরে রাজ্যের বিজেপি সরকার।
রবিবার পুলিশ অশোক সিংকে গ্রেপ্তার করলেও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেনি। অথচ আক্রান্ত মহিলা সেই অভিযোগ সবিস্তারে জানিয়ে চিঠি দিয়েছেন সাতনা জেলা পুলিশ সুপারকে।
অশোক সিংয়ের স্ত্রী সতনার রামপুর বাঘেলান নগর পরিষদের কাউন্সিলর। এই বিজেপি নেতা নিজেও বিজেপি’র কাউন্সিলর ছিলেন এই নগর পরিষদের।
অতি সম্প্রতি জামিনের নির্দেশ মিলেছে বিজেপির প্রাক্তন বিধায়ক উন্নাও কিশোরী ধর্ষণে সাজাপ্রাপ্ত কুলদীপ সেনগারের। প্রতিবাদে নেমে মহিলা আন্দোলনের নেতৃত্ব বলেছে, এমন ছাড় উৎসাহ দেয় অপরাধীদের। দেশে বারবার বিজেপির সঙ্গে ধর্ষকদের যোগাযোগ দেখা যাচ্ছে। সাতনা ঠিক সেটি দেখালো।
BJP Satna Rape
'কিস্যু করতে পারবে না’, আক্রান্তকে শাসানি ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার
×
Comments :0