নদীয়া জেলার কালিগঞ্জ ব্লকের বৈরামপুর-খর্দো পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯-০ আসনে তৃণমূলকে পরাস্ত করে বাম, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির প্রার্থীরা জয়ী হয়েছেন। দুর্নীতিগ্রস্ত তৃণমূল চূড়ান্তভাবে সব আসনে পরাস্ত। রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য এসএমসাদি, পার্টিনেতা দেবাশিস আচার্য ও সমবায় মঞ্চের নদীয়া জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বৈরামপুর-খর্দো পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির এই জয় তামান্নার খুনিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা, মেহনতি খেটে খাওয়া মানুষের স্বচ্ছ ভাবমূর্তির একটি ফলন। একটু দেরিতে হলেও মানুষ ধীরে ধীরে বর্তমান পরিস্থিতি অনুভব করে বামপন্থী শক্তির বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসছেন। এই জয়ই তার প্রমাণ।
Kaliganj Co-operative
তমন্নার কালীগঞ্জে সমবায়ের ভোটে নাস্তানাবুদ তৃণমূল
বৈরামপুর-খর্দো পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির জয়ের পর মিছিল।
×
Comments :0