DYFI

পতাকা খুলেছিল বিজেপি, বিজয়গড়ে প্রতিবাদ ডিওয়াইএফআই’র

কলকাতা

সভা করে ডিওয়াইএফআই’র পতাকা খুলে দিয়েছিল বিজেপি। শনিবার তারই প্রতিবাদে বিজয়গড় ১০ নম্বর পুকুরপাড়ে সভা করল ডিওয়াইএফআই।
গত ২৬ ডিসেম্বর, শুক্রবার, যাদবপুরের কাছে বিজয়গড় ১০ নম্বর পুকুরপাড়ে সভা করে বিজেপি। কিন্তু সেইসময় তারা এলাকায় টাঙানো বাম যুব সংগঠনের পতাকা খুলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান ডিওয়াইএফআই কর্মীরা। 
শনিবার ওই একই জায়গায় পাল্টা সভার আয়োজন করে ডিওয়াইএফআই যাদবপুর-১ এবং ২ আঞ্চলিক কমিটি। 
এই সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা অবিন দত্তগুপ্ত, কুন্তল দে, ডিওয়াইএফআই কলকাতা জেলার সম্পাদক শ্রীজীব গোস্বামী এবং কলকাতা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মান্ডবী ভট্টাচার্য। সভাপতিত্ব করেন দীপাঞ্জন বিশ্বাস। 
এই সভা থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান ডিওয়াইএফআই কর্মীরা।

Comments :0

Login to leave a comment