কবিতা
মুক্তধারা
অশুভ শালিখ
আনজু বানু
২৬ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
তারারা আজকাল অন্ধকারে ঢেকে যাচ্ছে
ভিড়,তারাদের মুখ গোপন রেখে
জনতার চোখের সামনে টাঙিয়ে দিয়েছে আলোহীন পর্দা।
আল্হাদি চাঁদের কিরণ মেখে
ভুল স্বপ্নে গড়িয়ে পড়ছে
অবুঝ মনগুলি।
আমজনতা এই সব দৃশ্যাবলী মিট্ মিট্ করে দেখছে শীতের বিড়ালের মত-- গুটিয়ে বসে।
যত সৎ ভাবনা,ভালবাসা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে পথে প্রান্তরে।
কেউ প্রতিবাদ শব্দ উচ্চারণ করলে
রঙের তকমা দিয়ে,
স্বার্থ রঙে রাঙিয়ে
নীরবতার অনুশীলন চলছে।
যদিও সবাই জানে,সাদা রং মুছে গেলে কিছু রঙই তো শুধু পড়ে থাকে।
তাই মানুষ আজকাল,
কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে।
Comments :0