CPI(M) Polit Bureau

বড়দিনে হামলার কড়া নিন্দা পলিট ব্যুরোর

জাতীয়

বড়দিনের অনুষ্ঠানে দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার কড়া নিন্দা করল সিপিআই(এম) পলিট ব্যুরো। প্রতিবাদ জানানো হয়েছে ‘মনরেগা’ বাতিলেও। 
শনিবার পলিট ব্যুরোর বিবৃতিতে শ্রম কোড চালুর সিদ্ধান্তকে সরকার ঘনিষ্ঠ পুঁজিপতিদের উপহার আখ্যা দিয়েছে। ‘মনরেগা’ বাতিল এবং শ্রম কোড চালুর প্রতিবাদে দেশজুড়ে জারি আন্দোলনকে সমর্থন জানিয়েছে পলিট ব্যুরো। 
বাংলাদেশের পরিস্থিতি এবং ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন সম্পর্কেও বক্তব্য জানিয়েছে পলিট ব্যুরো। 
আসামের কারবি আঙলঙ জেলায় হিংসার জন্য ‘ডবল ইঞ্জিন’ সরকারকে দায়ী করেছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে যে জাতিগত বিভেদকে বাড়তে দিয়ে মেরুকরণের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। জমি থেকে উচ্ছেদের আগ্রাসী নীতিও এই পরিস্থিতির জন্য দায়ী। 
উন্নাওয়ে ধর্ষণে সাজাপ্রাপ্ত বিজেপি’র প্রাক্তন বিধায়কের জামিনের নির্দেশকে বিচার ব্যবস্থার ওপর কালো দাগ আখ্যা দিয়েছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারের সাজা হয়েছিল কিশোরী ধর্ষণের পাশাপাশি আক্রান্তের বাবার পুলিশ হেপাজতে মৃত্যুর দায়েও। আক্রান্ত আদালতে বয়ান দিয়ে জানিয়েছিল যে অপরাধ আড়াল করতে কিভাবে তাকে এবং তার পরিবার ও সাক্ষীদের ভয় দেখিয়েছে এই সেঙ্গার। আদালত তা বিবেচনায় না রেখে জামিন মঞ্জুর করেছে। 
পলিট ব্যুরো বলেছে, বিজেপি কেন্দ্রে আসীন হওয়ার পর থেকে মহিলা দলিত এবং আদিবাসীদের ওপর হিংসা, বিশেষ করে বিজেপি পরিচালিত রাজ্যে, কয়েকগুন বেড়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পরোক্ষে এই হিংসাকে সমর্থন করা হচ্ছে।    
আরাবল্লী প্রসঙ্গে পলিট ব্যুরো বলেছে যে এই পর্বতশ্রেণির সংজ্ঞা পরিবর্তন গুরুতর উদ্বেগ তৈরি করেছে। পরিবেশ এবং বাস্তুতন্তের বিচারে অত্যন্ত স্পর্শকাতর এই ভৌগলিক অঞ্চলে এমন পরিবর্তন বেআইনি খননকেই বাড়িয়ে দেবে এমন মনে করার কারণ রয়েছে। সরকারি ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়। পরিবেশ মন্ত্রককে নীতি বদলে আরাবল্লীর আদি সংজ্ঞাকে ফিরিয়ে আনতে হবে। 
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন সম্পর্কে পলিট ব্যুরো বলেছে যে কোনও দেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ রাষ্ট্রসঙ্ঘের সনদের বিরোধী। এই কার্যক্রম আমেরিকার আধিপত্যবাদী চরিত্রকে ফের বেআব্রু করেছে। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শামিল হতে আহ্বান জানানো হয়েছে সব প্রগতিশীল, গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তিকে।

Comments :0

Login to leave a comment