ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মহিলা শিশুসহ চারজন জখম হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের দুটি দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম মিলেছে বলে শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। খবর অনুযায়ী ওই মাদ্রাসায় প্রায় ৫০ জন পড়ুয়া পড়াশোনা করে। শুক্রবার ছিল ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। তাই বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। এদিন ঢাকা জেলার পুলিশ সুপার মহম্মদ মিজানুর রহমান জানান,‘‘ মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। একটি উগ্রপন্থী গোষ্ঠী নির্বাচনের পরিবেশকে অস্থির করার জন্য বোমা তৈরির কাজ করছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মহিলা ও শিশুসহ অন্তত চারজন গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করেতে তদন্ত চলছে’’। পুলিশ জানিয়েছে আহতদের নাাম মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন(৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম(২৮) এবং তাদের দুই ছেলে উমায়েত(১০) এবং আব্দুল্লাহ(৭)।
পুলিশ জানিয়েছে, মুফতি হারুন নামে এক ব্যক্তি তিনটি ঘর ভাড়া নিয়ে গত তিন বছর মাদ্রাসাটি চালাচ্ছিলেন। সেখানে প্রায় পঞ্চাশ জন পড়ুয়া আছে। শুক্রবার ছুটি থাকায় মাদ্রাসা বন্ধ ছিল। কিন্তু সেখানে কিছু বাচ্চা খেলাধুলা করছিল। স্থানীয় কিছু মানুষও সেখানে ছিলেন। মাদ্রাসার ক্লাসরুমে বিস্ফোরণ ঘটে। সেখানেই জড় করা ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। ওই বাড়ির মালিক পারভিন বেগম পুলিশকে জানিয়েছেন মাদ্রাসার নামে ভাড়া নিয়ে সেখানে যে সন্দেহজনক কাজকর্ম চলছিল সে ব্যাপারে তিনি কিছু জানতেন না। স্থানীয় পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন বিস্ফোরণ স্থলে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। বিস্ফোরণটি ঠিক কী কারণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আহতের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশের আশঙ্কা। জনবহুল ওই এলাকায় কীভাবে মাদ্রাসায় বিস্ফোরক জমা করা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে দেশকে বেআইনি অস্ত্র মুক্ত করার অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ। তারপরও কীভাবে সন্ত্রাসবাদীরা রাজধানীর অদূরে মাদ্রাসায় বিস্ফোরক জমা করতে পারল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ।
Dhaka
ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণে জখম চার
×
Comments :0