Russia Ukraine

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে ড্রোন হানা রাশিয়ার

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভোলোদমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রবিবার। আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাব্য ফলাফল ঘিরে চলছে আলোচনা। তার আগে কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পর্যবেক্ষকরা বলছেন, খাটো করে না দেখার বার্তা ট্রাম্পকে দিতেই রাশিয়ার এই হামলা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র জানিয়েছেন হামলায় নিহতের সংখ্যা ১। আহত ১৩। মস্কোর হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২৬০০ আবাসন ভবন। তীব্র শীতে ঘর গরম করার উপায় থাকছে না। 
এদিকে ট্রাম্প ‘পলিটিকো’ পত্রিকাকে বলেছেন, ‘‘আলোচনা ইতিবাচক হওয়া উচিত। তবে আমাদের অনুমোদন না নিয়ে জেলেনস্কি যেন কোনও পদক্ষেপ না নেন। অনুমোদন ছাড়া জেলেনস্কির শান্তিচুক্তি সংক্রান্ত যে কোনও পদক্ষেপই অর্থহীন।’’ 
এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম ‘তাস’ জানাচ্ছে যে আমেরিকার তৈরি ‘শান্তিচুক্তি’ দেশবাসীর পছন্দ না হলে গণভোটে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছেন জেলেনস্কি। সে কারণে রবিবারের বৈঠকে ডনবাস অঞ্চল সংক্রান্ত বোঝাপড়ায় বিশেষ গুরুত্ব দেবেন জেলেনস্কি। এই অঞ্চল আপাতত রাশিয়ার সেনার দখলে। ট্রাম্পের শান্তিচুক্তিতে ডনবাসের লুহানস্ক, ডনেতস্ক এবং ক্রিমিয়া রাশিয়াকে ছাড়ার পক্ষে বলা হয়েছে। 
সংবাদ পোর্টাল ‘অ্যাক্সিয়স’-র প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়েছে জেলেনস্কি গণভোট চাইলেও ট্রাম্প এই অংশ ছেড়ে দেওয়ার পক্ষেই চাপ দিচ্ছেন।
পূর্ব ইউরোপে যুদ্ধজোট ন্যাটো-র কারসাজিতেই ইউক্রেন-রাশিয়া সংঘাত তীব্র হয়। ন্যাটো-কে একাধিকবার দায়ী করে রাশিয়া। আমেরিকা এবং পশ্চিমী মিত্রদের সমর্থনে মাঠে নামেন জেলেনস্কি। কিন্তু পশ্চিমের পক্ষে রাশিয়াকে দমানো সম্ভব হয়নি। সেই বাস্তবতার মুখে ‘শান্তিচুক্তি’ করতে হচ্ছে ট্রাম্পকে। 
রসইয়ার সংবাদমাধ্যমে সামরিক বাহিনীর উল্লেখ করে দাবি করছে যে কুপিয়ানস্ক শহর রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে গত চব্বিশ ঘন্টায়। 
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে শনিবার সকালের মধ্যে কিয়েভে ৫০০ ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত ছুঁড়েছে রাশিয়া।

Comments :0

Login to leave a comment