ঢাকা-১৫ আসনের জন্য প্রার্থীপদ জমা দিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল।
রবিবার সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে এবং সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের উপস্থিতিতে রুবেল নির্বাচন কমিশনের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
পরে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘কমিউনিস্ট পার্টি নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান থেকে রাজনীতি করে। বর্তমান সময়ে দেশে যে নীতিহীন রাজনীতি চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই সিপিবি নীতিনিষ্ঠতার রাজনীতি নিয়ে এগতে চায়। ক্ষমতা ও সুবিধাভোগের রাজনীতির বিপরীতে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে তাঁরা একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেবেন। সে কারণেই বর্তমান কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কাস্তে প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদিকে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে উগ্রবাদী, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠী, তার তীব্র নিন্দা করেছে সিপিবি। সিপিবি’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন যে এই শক্তি বাংলাদেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়।
Bangladesh Election
ঢাকায় মনোনয়ন জমা সিপিবি প্রার্থীর, কমিশনের দায়িত্বশীল ভূমিকার দাবি
ঢাকা-১৫ আসনের জন্য প্রার্থীপদ জমা দিলেন সিপিবি’র প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল।
×
Comments :0