Thailand Train Accident

থাইল্যান্ডে লাইনচ্যুত ট্রেন, নিহত ৩২, জখম ৭৯

আন্তর্জাতিক

থাইল্যান্ডে একটি বড় ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থার খবরে জানা গেছে যে একটি ক্রেন ভেঙে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি ব্যাঙ্কক থেকে উবন রাতচাথানি প্রদেশের যাচ্ছিল। রেলের আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় স্থানীয় সময় বুধবার সকাল ৯টা নাগাদ ব্যাঙ্ককের ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারের কাজে হাত লাগান। পুলিশের এক আধিকারিক জানান, উচ্চ-গতির ট্রেন লাইনের নির্মাণ কাজ চলছিল। কাজের জন্য একটি ক্রেন ব্যবহার করা হচ্ছিল।  ব্যাঙ্কক থেকে ট্রেনটি আসার সঙ্গে সঙ্গে ক্রেনটি সরাসরি তার উপর পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়। কয়েকটি বগিতে আগুন ধরে যায়। পুলিশ আগুন নিয়ন্ত্রণে। 
থাইল্যান্ড সরকার দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এক্স-এ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বুধবরা সকাল ৯টা ৫ মিনিট নাগাদ নাখোন রাতচাসিমার সিখিওতে ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রী আহত হন, অনেকে বগির ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’’
থইল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর হয়েছে। আহত হয়েছএন ৭৯ জন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। থাইল্যান্ড রেলওয়ে জানিয়েছে, ট্রেনে ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যাটা ভিন্ন হতে পারে। থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ফিপাত রাচাকিটপ্রাকর্ণ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment