Ukraine Lithium Trump

সহায়তার মূল্য চোকাচ্ছে ইউক্রেন, লিথিয়াম খনি ট্রাম্প ঘনিষ্ঠের হাতে

আন্তর্জাতিক

রোলান্ড লউডর।

পেছন থেকে সাহায্য করবে বলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল আমেরিকা। এবার টাকা ফেরানোর যুক্তিতে ইউক্রেনের সবচেয়ে বড় লিথিয়াম খনির দখল নিচ্ছে আমেরিকাই।
আমেরিকার সংবাদমাধ্যমই জানাচ্ছে এই লিথিয়াম খনির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী, রোনাল্ড লউডর এবারের ভোটেও ট্রাম্পের প্রচারে মোটা অঙ্কের টাকা ঢেলেছেন। 
কিরভোগ্রাডের এই ডোবরা লিথিয়াম খনি ঘিরে চুক্তিকে ‘সাফল্য’ বলে প্রচারে নেমেছে ইউক্রেন সরকার। প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরদেঙ্কো বিবৃতিতে বলেছেন, উৎপাদন ভাগাভাগির শর্তে চুক্তি হয়েছে। আমেরিকা-ইউক্রেন যৌথ বিনিয়োগ তহবিলে অর্থ জমা হবে। 
লিথিয়াম খনিকে ঘিরে তৈরি হয়েছে কনসর্টিয়াম। আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-র প্রতিবেদনে বলা হয়েছে যে এই জয়েন্ট ভেঞ্চার পরিচালনার দায়িত্বে রয়েছে ‘টেকমেট’ নামে একটি সংস্থা। এই সংস্থারই প্রধান ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ী রোনাল্ড লউডর। 
রাশিয়া-ইউক্রেন সংঘাতেরই কারণ ছিল পূর্ব ইউরোপে রাশিয়াকে ঘিরে আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধজোট ‘ন্যাটো’-র সামরিক সজ্জা। সে সময় আমেরিকা এবং পশ্চিম ইউরোপের মিত্ররাই ইউক্রেনকে অস্ত্র এবং সরঞ্জাম সহায়তার আশ্বাস দিয়েছিল।
সম্প্রতি ট্রাম্প রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির বয়ান নিয়ে আলোচনায় নেমেছেন। রাশিয়াকে নানাভাবে আক্রমণ করেও পর্যুদস্ত করতে পারেনি পশ্চিমী জোট। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক এবং আর্থিক সহায়তার বিনিময়ে বিপুল খনি ভাণ্ডারের মালিকানা দিতে প্রায় বাধ্য করেছে।

Comments :0

Login to leave a comment