মীর আফরোজ জামান: ঢাকা
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু শেষ হবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই বিশ্নকাপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের পর এই সিদ্ধান্তের কথা ফের জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এদিন আবারও জানিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতা ও শেষ গ্রুপ পর্বের ম্যাচটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিসিবি’র পক্ষ থেকে। সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মহম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আইসিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তাব আইসিসিকে পুনরায় দিয়েছে বিসিবি। বাংলাদশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
এদিনের আইসিসি ও বিসিবি আলোচনায় সঙ্কট সমাধানে আগামীদিনে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
T20 World Cup
সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড
×
Comments :0