পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে গত অক্টোবর সামে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, তাঁর পুত্রের ধাবা সহ কলকাতার ১০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত বছরের জানুয়ারি মাসেও মন্ত্রী সুজিত বসুর বাড়ি সহ একাধিক তৃণমূলী কাউন্সিলরের বাড়িতে পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালিয়েছিল ইডি। তারপরে ফের সেই তদন্তে এবার দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব ইডি'র। আগামী সপ্তাহের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাদের।
১৯৯৩ সালের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট-কে সরাসরি বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের পৌর প্রশাসনের মদতেই তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সংস্থার মাধ্যমে একের পর এক পৌরসভায় অবৈধ নিয়োগ হয়েছে। এই অয়ন শীল দু’টি সংস্থার ডিরেক্টর। দু’টি সংস্থারই জন্ম তৃণমূল সরকারের আমলে। একটি সংস্থার মাধ্যমে রাজ্যের প্রায় অধিকাংশ পৌরসভায় বেআইনি নিয়োগ হয়েছে, আরেকটি সংস্থা সেই সব পৌরসভার যাবতীয় নির্মাণ ও উন্নয়নের কাজের বরাত পেয়েছে। আগেই পৌর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নাম নাম উঠে আসে।
পৌর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে গ্রেপ্তার করে সিবিআই। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই দমকল মন্ত্রীর লেক টাউনের বাড়িতে টানা ১৪ ঘন্টা তল্লাশি চালায় ইডি। সেই সময়ই তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি সহ ফোন বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকরা। চলতিবছরের অক্টোবর মাসেও মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি। পাশাপাশি তার ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি চালায় ইডি। তখনও বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলে দাবি করা হয় ইডি সূত্রে। এদিন ইডি'র তরফে জানানো হয়েছে, তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতেই পৌর নিয়োগ দুর্নীতির আর্থিক দুর্নীতির বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্যই দমকলমন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। মন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের নতুন দিক উঠে আসতে পারে বলেই মনে করছে ইডি’র আধিকারিকরা।
Comments :0