মুক্তধারা : প্রবন্ধ
পরিবেশ বান্ধব শহর
তপন কুমার বৈরাগ্য
পরিবেশ বান্ধব শহর হতে চলেছে
সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। মানুষ সিঙ্গাপুর শহরে
যান এর ঝাঁ চকচকে রূপ দেখতে।এতো সুন্দর ঝাঁ চকচকে বাড়ি পৃথিবীর
আর কোথাও নেই।
সিঙ্গাপুর একটি দ্বীপ শহর।দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত।
এই শহরটি তৈরি করা হয়েছিল সবুজ ধ্বংস করে।
একসময়ে এখানে দূষণের মাত্রাও বেড়ে যায়।
২০০০সাল থেকে সিঙ্গাপুরকে আবার সবুজে সাজানোর চেষ্টা
চলছে। প্রায় শতকরা ৭৫%কাজ সমাপ্তির মুখে
আশা করা যায় ২০৩০ খ্রিস্টাব্দের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।
তখন এই শহরের মধ্যে দিয়ে পরিবেশ বান্ধব গাড়ি চলবে।এই পরিবেশ
বান্ধবগাড়ি ,বিশেষ করে সবার বাড়ি বাড়ি থাকবে সাইকেল ।
শহরের প্রত্যকে এই সাইকেল করে যাতায়াত করবে। বিশ্বের
একমাত্র পরিবেশ বান্ধব শহর হতে চলেছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর দেশটা পর্যটনশিল্পর জন্য বিখ্যাত।যখন পরিবেশ বান্ধব শহর হবে,
সিঙ্গাপুরে তখন আরো বেশী লোক মুক্ত বাতাস প্রাণ ভরে নিতে আসবে ।
যার অভাব পৃথিবীতে আজ খুব বেশী।
Comments :0