কমে গিয়েছিল ট্রাক্টরের বিক্রি। গত বছরের গোড়ায় এই ছবি ধরা পড়েছিল পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলিতে। ২০ বছরে সবচেয়ে কম হয়েছে ব্যক্তিগত ভোগব্যয় বৃদ্ধির হার। ৪৭ বছরে সবচেয়ে কম ব্যক্তিগত সঞ্চয়। ফলে ব্যাঙ্কের নগদ জমা কমেছে।
বাংলাকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিতে গিয়ে নিজস্ব কায়দায় সেই বাস্তবতা আড়াল করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার দুর্গাপুরে বিধানসভার নির্বাচনের প্রচার শুরু করেছেন মোদী। সরকারি ঘোষণায় বলা হয়েছে ৫ হাজার ৪০০ কোটি টাকার গ্যাস পাইপলাইন প্রকল্পের শিলান্যাস করেছেন। শিলান্যাস এবং প্রকল্প বাস্তবায়নে ফারাক বিস্তর। কর্মহীনতার হার স্বাধীনতার পর সর্বোচ্চ হয়েছে নরেন্দ্র মোদীর মেয়াদেই, এমনকি করোনা পরিস্থিতির আগে।
মোদীকে সামনে রেখে বিজেপি-আরএসএস’র প্রধান ছক মেরুকরণ। রাজ্যের সরকারে আসীন তৃণমূল কংগ্রেস সেই ছকেই তাল মিলিয়ে চলছে। রাজ্যময় তৃণমূলের দুর্নীতি-দুষ্কৃতী চক্রও বারবার প্রতিবাদের কারণ হয়েছে। কিন্তু বিজেপি’র বিকল্প কী সে প্রশ্নও বারবার তুলছেন বামপন্থীরা।
কেননা সারদা-নারদ থেকে আরজি করে চিকিৎসক খুন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা আসল অপরাধীদের খোঁজ পায়নি। আরজি কর কাণ্ডে পুলিশের তদন্তে চোখ বুঁজে সায় দিয়ে নিম্ন আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই।
পরপর কেন্দ্রীয় বাজেটে নতুন কৌশল নিতে দেখা গিয়েছে মোদীর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। বরাদ্দই কম, তার ওপর যা বরাদ্দ তা-ও খরচ করা হচ্ছে না। একশো দিনের কাজের মতো প্রকল্পেও কমেছে খরচ। আর জনতার ঘাড়ে করের বোঝা বেড়েছে। জ্বালানি থেকে জিএসটি- সর্বত্র সেই চিত্র। বেড়েছে চাল, ডাল, রান্নার তেল থেকে ওষুধের দাম। আর বেড়েছে মহাধনীদের সম্পদ। বামপন্থীরা যে বৈষম্যে সরব হয়েছে ৯ জুলাইয়ের ধর্মঘটেও।
মোদীর মেয়াদেই শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোডের বিল পাশ হয়েছে। বারো ঘন্টা কাজের নিদান এবার প্রকাশ্যে হাঁকছে মালিকপক্ষ।
আর চলছে প্রান্তিকতম অংশের উচ্ছেদ। চলছে বাংলাদেশি-বাংলাভাষী বিভাজন। দুর্গাপুরের সভায় সেই রাজনীতিরই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।
MODI
অর্থনীতির বৈষম্য, সমাজের বিভাজনেরই বার্তা মোদীর ভাষণে

×
Comments :0