আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের নির্মীয়মান ভবনের তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিচে পড়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে।
রবিবার রাত পৌনে দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বেসরকারি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটালের নির্মীয়মান ভবনের তিনতলা থেকে প্রথম বর্ষের এই ছাত্রী নিচে পড়ে যান। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের লাগোয়া কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বরে। 
ওই ছাত্রীর নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য ছাত্রীরা। স্থানীয়রাও ছুটে আসেন। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তরিত করা হয় কলকাতার বেলেঘাটায় একটি বেসরকারি হাসপাতালে। 
কলেজ সূত্রে জানা গেছে,  প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি কলকাতার কসবাতে। কাঁথি রঘুনাথ আয়ুর্বেদিক কলেজ সম্পাদক সুকমল মাইতি জানান, ওই ছাত্রী কিভাবে নিচে পড়েছে তা এখনো জানা যায়নি। কলেজ ক্যাম্পাসের মধ্যেই হস্টেল। ওপরের তলা অসমাপ্ত, কাজ চলছে। তালা লাগানো থাকলেও কী করে ওই ছাত্রী তিনতলায় উঠলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। 
ওই ছাত্রী অনিচ্ছাকৃতভাবে নিচে পড়েছে, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে ,তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। 
ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও কলেজের কয়েকজন ছাত্রী জানায়, কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে পুরো ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে প্রবল ধোঁয়াশা।
Kanthi Ayurved Student
তিনতলা থেকে পড়ে কাঁথির আয়ুর্বেদ ছাত্রী হাসপাতালে
 ইন্টারনেট থেকে প্রাপ্ত হাসপাতালের ছবি।
                                    ইন্টারনেট থেকে প্রাপ্ত হাসপাতালের ছবি।
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0