মুক্তধারা
কবিতা
সূর্যের কাছে
অজয় বিশ্বাস
মাথায় অবিন্যস্ত চুল
দেহের ত্বকে ধরেছে ফাটল
পরনে মলিন কাপড়
পায়ের চটি এসেছে ক্ষয়ে
তবু হেঁটে চলেছে সে
এক পা থেকে হাজার পা
হাজার থেকে লক্ষ
কাঁধের পতাকা আরও চওড়া করেছে কাঁধকে
অবিরাম চলছে মিছিল মানুষের
কাঁধের পতাকাকে পৌঁছাতে হবেই
সূর্যের কাছে...
Comments :0