Poetry — AJOY BISWAS / MUKTADHARA - 19 December

কবিতা — সূর্যের কাছে / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  AJOY BISWAS  MUKTADHARA - 19 December

মুক্তধারা

কবিতা

সূর্যের কাছে 
অজয় বিশ্বাস

মাথায় অবিন্যস্ত চুল 
দেহের ত্বকে ধরেছে ফাটল 
পরনে মলিন কাপড় 
পায়ের চটি এসেছে ক্ষয়ে

তবু হেঁটে চলেছে সে

এক পা থেকে হাজার পা 
হাজার থেকে লক্ষ

কাঁধের পতাকা আরও চওড়া করেছে কাঁধকে

অবিরাম চলছে মিছিল মানুষের

কাঁধের পতাকাকে পৌঁছাতে হবেই
সূর্যের কাছে...

Comments :0

Login to leave a comment