Elephants

চালসার সড়কে হাতির দল, এলাকায় আতঙ্ক

জেলা

এখন ধান পাকার সময়, ডুয়ার্সের এদিক ওদিক মাঠ ভরে রয়েছে সোনালি ধান। এই ধানের লোভেই প্রতি সন্ধায় জঙ্গল থেকে বেরিয়ে আসছে  হাতির দল। ফসলের ক্ষেতে তছনছ করে দাপিয়ে বেড়াচ্ছে। এইরকম ভাবে একটি হাতির দল গত কয়েক দিন ধরেই মেটেলি ব্লকের ধুপঝোড়া, মহাবাড়ি চালসার বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। রাতের বেলা ফসল খেয়ে ভোরের দিকে আবার বনে ফিরে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে পড়ে একটি হাতির দল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শাবকসহ প্রায় ১৫ থেকে ২০টি হাতি ওই এলাকায় অবস্থান করেছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। স্থানীয় ও পর্যটকদের ভিড় জমে যায় হাতির দল দেখতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ও মেটেলি থানার পুলিশ। তারা পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করে।
বনকর্মীদের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে দলটি চাপড়ামারি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং মূর্তি নদী পেরিয়ে ইনডং ও আইভিল চা বাগান এলাকা হয়ে রাজ্য সড়কে চলে আসে। ভোরের আলো ফোটার পর জঙ্গলে ফেরার সুযোগ না পেয়েই তারা আইভিল চা বাগানের পাশে ঝোপে আশ্রয় নেয়।
বনদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। 
বনকর্মী ও স্থানীয় মানুষের সুত্রে জানা গেছে, এই হাতির দলটি বুধবার রাতে মহাবাড়ি এলাকায় ফসলের ক্ষেতে হানা দিয়েছিল। ভোরের দিকে কিলকোট চা বাগান হয়ে সাখাম বনাঞ্চলে যাওয়ার পথে দিনের আলো ফুটে ওঠে। এই সময় হাতির দলটি ওই এলাকায় জঙ্গল ঝোপঝাড়ে আটকে পড়ে। দিনের আলো যত বাড়তে থাকে ততই হাতির দল ছায়া ঘেরা একটি ঝোপের মধ্যে অবস্থান করছিল। 
বনকর্মীরা জানিয়েছে, সন্ধ্যার আগেই দলটিকে ড্রাইভ করে বনাঞ্চলে ফেরত পাঠানো হবে। দলের সঙ্গে শাবক রয়েছে।
 

Comments :0

Login to leave a comment