জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী সুনীতিবালা সদর উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির সামনে কান ধরে ওঠবোস করানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র শহর। বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া এই লজ্জাজনক ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শিক্ষানুরাগী মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি শিক্ষা বাঁচাও মঞ্চের উদ্যোগে বুধবার বিকেলে কদমতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বহু শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী ছাত্রী, অভিভাবক ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। সভার সূচনা করেন শিক্ষক নেতা প্রসেনজিৎ রায়। এরপর শিক্ষা বাঁচাও মঞ্চের অন্যতম আহ্বায়ক কৌশিক গোস্বামী বলেন, “সারা রাজ্যের শিক্ষাঙ্গন আজ রাজনৈতিক হস্তক্ষেপে কলুষিত। শিক্ষালয়ে এই ধরনের লাঞ্ছনা জলপাইগুড়ির সংস্কৃতিকে কলঙ্কিত করেছে।” তিনি প্রশাসনের কাছে ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তনী শিক্ষিকা ভার্গবী হোমরায়, প্রাক্তনী পর্ণা নাগ, চিকিৎসক স্বস্তি শোভন চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ দেব, শিক্ষিকা পাপিয়া রায় সহ আরও অনেকে। বক্তারা একবাক্যে বলেন, “এই ঘটনা কেবল একজন মহিলার উপর নির্যাতন নয়— এটি জলপাইগুড়ির শিক্ষার ঐতিহ্যের উপর আঘাত। একজন কর্মরত প্রধান শিক্ষিকার এইভাবে অপমান আমাদের সমাজব্যবস্থার জন্য চরম লজ্জার।”
শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শুক্রবার অর্থাৎ ১৪ নভেম্বর সদর ব্লকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এক দিনের ধর্মঘটে শামিল হবে। সকাল থেকে শহরজুড়ে মাইকিং করে ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দুপুর ২টায় শহরের মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হবে, যা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ও জেলাশাসক কার্যালয়ে স্মারকলিপি পেশ করবে।
সভা থেকে আহ্বান জানানো হয়— জলপাইগুড়ির সংস্কৃতিসম্পন্ন, শিক্ষা-প্রেমী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ গড়ে তুলতে হবে। বক্তাদের মতে, “এই লজ্জাজনক ঘটনাকে চেপে রাখা নয়, বরং শিক্ষা ও মানবিকতার মর্যাদা রক্ষায় সমাজকেই এগিয়ে আসতে হবে।”
Jalpaiguri Head Mistress
প্রধান শিক্ষিকার লাঞ্ছনায় রুষে উঠল জলপাইগুড়ি, কাল ধর্মঘট
বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রধান শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদ।
×
Comments :0