El Clasico

মরশুমের শেষ ' এল ক্লাসিকো '

খেলা

রবিবার এই মরশুমের শেষ  ' এল ক্লাসিকো ' । মরশুমের শেষ এবং লালিগার দ্বিতীয় পর্বের এই  ' এল ক্লাসিকো '  শুরু হবে ভারতীয় সময় রাত  ৭:৪৫এ বার্সিলোনার অলিম্পিক লুইস স্টেডিয়ামে। এখনও পর্যন্ত যে তিনবার এই দুই দল মুখোমুখি হয়েছে তার মধ্যে তিনবারই শেষ হাসি হেসেছে ফ্লিকের বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম পর্বের ম্যাচে ৪-০ গোলে জিতেছিল বার্সা। স্প্যানিশ সুপার কাপে ৫-২ গোলে জয় পেয়েছিল বার্সা এবং কিছুদিন আগেই কোপা দেল রে-তে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। তাই এই ম্যাচেই শেষ সুযোগ রিয়ালের কাছে বদলা নেওয়ার। বর্তমানে লালিগার পয়েন্টস টেবিলে ৩৪ম্যাচে ৭৯পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সিলোনা। তাদের ঠিক পরেই সমসংখ্যক ম্যাচ খেলে ৭৫পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ এই ম্যাচই হতে চলেছে লালিগার চ্যাম্পিয়ন সিদ্ধান্তকারী ম্যাচ। তবে বার্সার চিত্রটি একটু আলাদা। গত কয়েকদিন আগেই ইন্টারের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে বার্সিলোনা। স্বপ্নভঙ্গ হয়েছে তাদের ' ত্রিমুকুট ' জয়ের। তাই এই ম্যাচ জিতেই লালিগা জয়কে সুনিশ্চিত করতে চান রাফিনহা , লামিন ইয়ামালরা। ইন্টার ম্যাচের থেকে খুব বেশি পরিবর্তন করতে চাননা ফ্লিক। তাই ওই ম্যাচের প্রথম একাদশই দেখা যাবে  ' এল ক্লাসিকো ' তে । শুরু থেকে নামতে পারেন লেওয়ানডস্কিও । রিয়ালের রক্ষণে অভিজ্ঞতার অভাবকে পুরোদস্তুর কাজে লাগাতে চাইবেন ফ্লিক।

অন্যদিকে বদলার  ' এল ক্লাসিকো ' তে রক্ষণভাগ নিয়েই চিন্তা বেশি ' লস ব্ল্যাংকস 'দের । চোটের কারণে রুডিগার , আলাবারা নেই। তাই একাডেমির কয়েকজনকে নিয়েই রক্ষণ ভাগ সাজাতে হবে রিয়ালকে। রাইট ব্যাক পজিশনে থাকবে ভালভার্দে। সেন্টার ব্যাকে চুয়ামেনি এবং রাউল আসেনসিও । লেফট ব্যাকে থাকবেন ফ্রান গার্সিয়া। মিডফিল্ডে ফিরতে পারেন ড্যানি সিবায়োস। স্ট্রাইকারে তৃতীয় পজিশনে থাকতে পারেন আর্দা গুলার। তবে এই দল নিয়ে বার্সার বিরুদ্ধে লড়াই করতে পারবে কিনা রিয়াল মাদ্রিদ তা সময়ই বলবে। এই দুই দল মোট ২৬০বার মুখোমুখি হয়েছে । যার মধ্যে রিয়্যাল জিতেছে ১০৫বার এবং বার্সা ১০৩বার । লালিগার পরিসংখ্যানেও এগিয়ে রিয়াল । ৭৯বার তারা জিতেছে এবং ৭৫বার জিতেছে বার্সিলোনা । রিয়াল কোচ আন্সেলোত্তির এটিই শেষ ' এল ক্লাসিকো '। তাই এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান তিনি। আগামী ২৫মে শেষবার রিয়ালকে কোচিং করিয়ে পাড়ি দেবেন ব্রাজিলের উদ্দ্যশ্যে। তার জায়গায় রিয়ালে শুরু হবে জাবি আলোন্সো যুগ।

বার্সিলোনার সম্ভাব্য প্রথম একাদশ - সেজনী , গার্সিয়া , কুবারাসি , মার্টিনেজ , মার্টিন , পেড্রি , ডি  জং , লামিন ইয়ামাল ,  ওলমো , রাফিনহা ও লেওয়ানডস্কি ।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ - কোর্তুয়া , আসেনসিও , চুয়ামেনি , ভালভার্দে , ফ্রান গার্সিয়া , মড্রিচ , সিবায়োস , বেলিংহ্যাম , ভিনিসিয়াস জুনিয়র , আর্দা গুলার ও এম্ব্যাপে।       

Comments :0

Login to leave a comment