AIDWA Debra

জমির লড়াইয়েও সাহসী, নিপীড়ন রোখার শপথে ডেবরায় শুরু মহিলা জেলা সম্মেলন

জেলা

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ডেবরায়।

চিন্ময় কর: ডেবরা

অন্যায় অবিচার রুখতে সামনের সারিতে থেকেই লড়াই চালাবেন মহিলারা। এই শপথেই শুরু হয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা ১৮ তম সম্মেলন। 
শনিবার ডেবরার সুকান্ত স্মৃতি সদন ভবনে সম্মেলন শুরু হয়েছে। আদিবাসী মহিলাদের ধামসা মাদলের তালে নৃত্য সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পশ্চিম মেদিনীপুরে অতি সম্প্রতি জমির লড়াইয়ে মরিয়া প্রতিরোধ গড়েছেন মহিলারা। সামনের সারিতে থেকে তৃণমূলের জমি হাঙড় এবং প্রশাসনের মুখোমুখি হয়েছেন। 
জেলা ১৭তম সম্মেলনের স্থান চন্দ্রকোনা টাউন থেকে ট্যাবলো সহকারে মশাল যাত্রা হয়েছে। জেলার ৮৩ কিমি পথে ক্ষীটপাই, ঘাটাল, দাসপুর ও ডেবরা ব্লক হয়ে ৪১ টি গ্রামপঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে এই মশাল ট্যাবলো সম্মেলন স্থলে পৌঁছায়। তারপরই পতাকা উত্তোলন সহ উদ্বোধনী অনুষ্ঠান হয়।  পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভানেত্রী কানন বৈদ্য।
সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী যশোধরা বাগচী। নারীদের অধিকারের লড়াইতে সংগঠনের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরে বলেন, শোষণ বৈষম্যের ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় আজ মহিলারাও আক্রান্ত। 
তিনি বলেন, শ্রমজীবী মহিলাদের বেতনে বৈষম্য রয়েছে। অথচ প্রতিটি সংকটে প্রথম আক্রান্ত হন বাড়ির মহিলারা। পাট্টাদার বর্গাদার উচ্ছেদের বিরুদ্ধে এবং উচ্ছেদ হওয়া জমি পুনরুদ্ধারের লড়াইতে এই ডেবরা ব্লকের খেতমজুর মহিলাদের লড়াই সারা রাজ্যে নজর কেড়েছে। 
তিনি বলেন, আজকে দেশ ও রাজ্য জুড়ে দুই শাসক দল বিজেপি ও তৃণমূলের রাজত্বে স্কুল কলেজের পড়ুয়া সহ কর্মক্ষেত্রে মহিলারা ধর্ষিত, খুন হচ্ছেন। তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নারীর সম্মান, নারীর মর্যাদা ও অধিকার রক্ষার লড়াইতে নারীদের শামিল করার জন্য সমপোযোগী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনের খসড়া প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক নাসিবা বিবি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৯৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন সম্মেলনে। 
সম্মেলনে রয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, সভানেত্রী জাহানারা খান,
কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, মহিলা নেত্রী মীনা মুখার্জি,  গীতা হাঁসদা প্রমুখ। 
উপস্থিত ছিলেন সংগঠনের ঝাড়গ্রাম জেলা সম্পাদক ভগবতী মাহাত, সভানেত্রী যুধিকা মাহাত। রবিবার পর্যন্ত সম্মেলন চলবে।

Comments :0

Login to leave a comment