SEED BILL AIKS

কৃষককে হটিয়ে কর্পোরেট নিয়ন্ত্রণ, ‘বীজ বিল’ বাতিলের ডাক কৃষকসভার

জাতীয়

দেশের বীজ উৎপাদন ক্ষেত্রকে কর্পোরেটের হাতে তুলে দিতে আনা হচ্ছে ‘বীজ বিল’। তার খসড়া প্রকাশিত হয়েছে। এই বিল পাশ হয়ে আইন হলে বীজের দাম নিয়ত্রণ করবে কর্পোরেট ক্ষেত্র। কোণঠাসা কৃষক আরও বিপদে পড়বেন। 
খসড়া বীজ বিলের বিরুদ্ধে ব্যাপক প্রচার এবং আন্দোলনের আহ্বান জানিয়ে একথা বলে সারা ভারত কৃষকসভা। কেন্দ্র এই বিলের খসড়া প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি অশোক ধাওলে বলেছেন, কৃষিতে কর্পোরেট নিয়ন্ত্রণ আরো বাড়ানোর অর্থ আরও বেশি কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। দেশে বীজ উৎপাদনে স্বনির্ভরতাও ধ্বংস হবে। একতরফা দাম ঠিক করবে কর্পোরেটরা। তাদের থেকে চড়া দামে কিনতে হবে বীজ।
পরপর কয়েকটি মরশুমে কৃষকরা বীজ, সার, কীটনাশকের চড়া দামে নাকাল হয়েছেন। পশ্চিমবঙ্গেও বীজের কালোবাজারি দেখা গিয়েছে। সেই সঙ্গে সরকারি বীজ খামার পঙ্গু করার বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে কৃষক সংগঠনগুলিকে। 
সারা ভারত কৃষকসভার বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভিদ বৈচিত্র রক্ষা এবং কৃষকের অধিকার আইন, জৈব বৈচিত্র রক্ষায় আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং খাদ্য ও কৃষিক্ষেত্রে জিনগত সম্পদ রক্ষায় আন্তর্জাতিক সমঝোতায় সই করেছে ভারত। 
কৃষকসভা বলেছে, খসড়া বীজ বিল এই আইন এবং সমঝোতার ঠিক বিপক্ষে। এই আইন এবং সমঝোতায় দেশের নিজস্ব বৈচিত্র রক্ষার কথা বলা হয়েছে। কৃষককেই বীজ উৎপাদন, সংরক্ষণ এবং জৈববৈচিত্র রক্ষার অধিকার দিয়েছে। বীজ সঞ্চয় এবং বিক্রির সুযোগ দিয়েছে। কৃষকের অধিকার কেড়ে কর্পোরেটকে দিতে চাইছে কেন্দ্রে আসীন এনডিএ সরকার। বীজ বিলের খসড়া সেই উদ্দেশ্যেই।
এই বিল আটকাতে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছে কৃষকসভা।

Comments :0

Login to leave a comment