অমিত কুমার দেব- কোচবিহার
এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূলের চোখে চোখ রেখে সাধারণ মানুষ বলছেন তোমাদের অনেক দেখলাম বামপন্থীরাই ভালো ছিল। মানুষের এই ভালো ছিল বক্তব্যটিকে ভালোতে পরিনত করবার জন্যই প্রতিনিয়ত লড়াই চলে চালিয়ে যাচ্ছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। শুধুমাত্র এরাজ্যের তৃণমূলের দুষ্কৃতীরাজ, গুন্ডারাজ আর তোলাবাজির বিরুদ্ধেই নয়, এই লড়াই চলছে আরএসএস, বিজেপির বিরুদ্ধেও। কারণ আরএসএস, বিজেপি মনুবাদকে বলে সংবিধান। এই দুই অপশক্তির বিরুদ্ধে এই লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা ১৭তম সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে এই বার্তাই দিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কণীনিকা বোস ঘোষ। কণীনিকা বোস ঘোষ বলেন, সময় এসেছে, এবার শাসকের চোখে চোখ রেখে বলতে হবে তুমি চোর, তুমি ডাকাত, তুমি অনৈতিক, তুমি মূল্যবোধহীন, তুমি বাংলার মেয়েদের ধর্ষণকারী, তাই তৃণমূল তোমার এই বাংলায় ঠাঁই নেই। একই ভাবে কেন্দ্রের শাসকগোষ্ঠী বিভেদকামী শক্তি বিজেপির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে মেয়েদের। এই মেয়েদের রুটিরুজি, মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশি সংখ্যক মহিলাদের ঐক্যবদ্ধ করে শাসকের চোখে চোখ রেখে দাঁড়াতে হবে নারী শক্তিকেই।
কোচবিহার পঞ্চানন বর্মা স্মৃতি ভবনে সম্পন্ন হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা ১৭তম সম্মেলন। ২০৭ জন প্রতিনিধির উপস্থিতিতে বুধবার বিকেল থেকে শুরু হয় এই সম্মেলনের কাজ। শিবানী পালের পেশ করা সম্পাদকীয় খসড়া প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন ২৫জন প্রতিনিধি।
সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী জাহানারা খান, রাজ্য নেত্রী পাপড়ি দত্ত প্রমূখ। এই সম্মেলন থেকে শিবানী পালকে সম্পাদিকা, শিখা আদিত্যকে সভানেত্রী, শীলা গোস্বামীকে কোষাধ্যক্ষ এবং প্রতিমা সরকারকে লিট ইনচার্জ করে ৪১ জনের নতুন কমিটি গঠিত হয়।
কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলি পুনরুজ্জীবিত করে তাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা চালু করা, নদীর ওপর সেতু নির্মাণ ক্ষুদ্র ঋণ প্রকল্পের কবল থেকে মহিলাদের বের করে আনা, নিউ কোচবিহারে স্পোর্টস হাব এর কাজ দ্রুত সম্পন্ন করা, কোচবিহার ২নং ব্লকের জেডি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা, সংখ্যালঘু ও শ্রমজীবী মহিলাদের অধিকার রক্ষা করা, সরকারি তদারকি জোরদার করে সার ও বীজের কালোবাজারি অবিলম্বে বন্ধ করা, কর্মসংস্থান ও সমকালের সম মজুরির দাবি সহ একাধিক দাবি প্রস্তাব এদিন গৃহীত হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা ১৭ তম সম্মেলন থেকে।
Comments :0