এ গ্রামে ২২০০ বাড়ি, প্রায় ৬ হাজার বাসিন্দা রয়েছেন অন্য রাজ্যে। রতুয়ায় পরিযায়ী শ্রমিকদের গ্রাম চাঁদপাড়াতেই হবে সিআইটিইউ’র সম্মেলন। বিপন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইনও চালু করেছে সিআইটিইউ’র পরিযায়ী শ্রমিক সংগঠন।
ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লা গায়েন। তিনিও যাচ্ছেন মালদহের রতুয়া-২ ব্লকের চাঁদপাড়ায়। সংগঠনের জেলা সম্মেলন হবে ৩ আগস্ট।
আসাদুল্লা বলছেন, 'হেল্পলাইনে ফোন আসছে দিল্লি, মহারাষ্ট্র, পুনে, হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে। আমরা সংশ্লিষ্ট রাজ্যের সিআইটিইউ নেতৃবৃন্দকে জানাচ্ছি। তাঁরা সহায়তা করছেন।’’
আসাদুল্লা জানিয়েছেন যে নিজের বসত এলাকায় পরিযায়ী শ্রমিকদের স্থানীয় থানা থেকে পুলিশের ‘ভেরিফিকেশন’ করানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
সিআইটিইউ রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য দেবজ্যোতি সিন্হা প্রস্তুতি বৈঠক করছেন চাঁদপাড়াতেই। তিনি বলেছেন, ‘‘এই গ্রামে প্রতি বাড়ি থেকে গড়ে ২-৩ জন অন্য রাজ্যে কাজে যান। প্রায় ২২০০ বাড়ি। বিদেশেও যান। সংখ্যালঘু প্রধান এই এলাকায়। গত কুড়ি বছরে কেবল এই চাঁদপাড়া গ্রামেরই ১০০ জন অন্য রাজ্যে মারা গিয়েছেন দুর্ঘটনায়।’’ দেবজ্যোতি জানান, মিজোরামে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন রাজ্যের শ্রমিকরা। তার মধ্যে রয়েছেন এ গ্রামের শ্রমিকরাও।
সিআইটিইউ’র পরিযায়ী শ্রমিক সংগঠন লাগাতার বিপন্নদের পাশে থাকছেন। ওড়িশায় সব নথি দেখানো সত্ত্বেও কটকে মারধর করে তুলে নেওয়া হয় কালিয়াচকের শ্রমিকদের। প্রশাসনের সব স্তরে, জেলাশাসক থেকে পুলিশ সুপারকে জানিয়ে চিঠি পাঠানোর ব্যবস্থা করেছে সিআইটিইউ। তার পর শ্রমিকরা ছাড়া পেয়েছেন।
রাজ্যে রাজ্যে বিজেপি’র সরকার বেছে বেছে রাজ্যের শ্রমিকদের হেনস্তা করছে। সংখ্যালঘু অংশ বিশেষভাবে বিপন্ন। রাজ্যে ফিরে আসতে হচ্ছে জীবিকা ছেড়ে। বিজেপি বিরোধী অবস্থান জোরালো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সব অংশে।
সিআইটিইউ প্রচারে আনছে রাজ্যের তৃণমূল সরকারের তৎপরতার গুরুতর অভাবের বিষয়কেও সামনে রেখে। সব ধরনের বিভাজন রুখে দেওয়ার প্রচার চলছে।
Ratua Migrant Conference
৬ হাজার পরিযায়ীর গ্রামেই সিআইটিউ’র সম্মেলন, প্রস্তুতি পুরোদমে

×
Comments :0