SFI

বছর বছর বাড়ছে ফি, ছাত্র বিক্ষোভে উত্তাল মেদিনীপুর কলেজে

জেলা

মেদিনীপুর কলেজ স্বশাসিত, ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে এসএফআই ডাকে অনড় ছাত্র বিক্ষোভ অবস্থান চলছে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে।

তৃণমূল সরকারের হাত ধরে স্বশাসিত তকমা পেয়েই প্রতিবছরই ফি বৃদ্ধি মেদিনীপুর কলেজে। এসএফআই'র ডাকে আবারেও ছাত্র বিক্ষোভে উত্তাল হল মেদিনীপুর কলেজ। প্রতি বছরই এই সময়ে প্রতিটি সেমিস্টারে বিজ্ঞান বিভাগে হাজার থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি এবং কলা বিভাগে ৫০০-৮০০ টাকা বৃদ্ধির নোটিশ দেয় কলেজ কতৃপক্ষ। সরকারি কলেজকে স্বশাসিত করে ব্যবসা চালানো অভিযোগ সহ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে এই বিক্ষোভ চলে কলেজ অধ্যক্ষর ঘরের সামনে। একটাই দাবী আর কোনেও ফি বাড়ানো চলবে না।

এসএফআই'র মেদিনীপুর কলেজের কলা বিভাগের সভাপতি আঁখি মহাপাত্র বলেন, "তার ভর্তির সময় ফাস্ট সেমিস্টারের ফি ছিলো ১২০০ টাকা। এখন ৫ম সেমিস্টারে সেই ফি বাড়তে বাড়তে ২৮৫০ টাকা হয়েছে। আবারও ষষ্ঠ সেমিস্টারের জন্য ৪০০ টাকা ফি বাড়ানো হয়েছে। বিজ্ঞান বিভাগের এসএফআই'র সম্পাদক প্রদীপ্ত বাগচী বলেন, "বামফ্রন্ট আমলে সেল্ফ ফিনানশিয়াল কোর্সে মাইক্রো বায়োলজি বিভাগে প্রতিটি সেমিস্টারে ফি ছিলো ৩০৫০ টাকা। স্বশাষিত হওয়ার পর থেকে সেই ফিজ বাড়তে বাড়তে ৫ম সেমিস্টারে ভর্তির ফি হয় ১১০৫০ টাকা। অর্থাৎ প্রতি বছরের ফিজ ২২১০০ টাকা। এবছর আবারেও ৫০০ টাকা বাড়িয়েছে। এমন প্রতিটি বিভাগে ৪০০- ১৫০০ টাকা ফি বাড়ানোর নোটিশ দিয়ে সরকারী কলেজকে ব্যবসায়ী কেন্দ্রে পরিনত করা হচ্ছে। অথচ হাতে গোনা কয়েকজন চুক্তি ও আংশিক সময়ের শিক্ষক বাকী সবাই সরকারী ভাবে বেতন পান। এদিন সকাল ১১টা থেকে বিক্ষোভ ও ঘেরাও অবস্থান চলে কলেজ ক্যাম্পাসে। বাধ্য হয়েই আগেই অধ্যক্ষ জানিয়েছিলেন বাড়তি ফি থেকে ১০০ টাকা কমানো কথা জানান। শুক্রবার অধ্যক্ষ জানিয়েছেন বাড়তি ফি থেকে ৫০ শতাংশ টাকা ফেরৎ দেওয়া হবে। এসএফআই দাবী করেছে সমূহ বাড়তি ফি বাতিল করতে হবে, ছাত্র-শিক্ষক নিয়ে কমিটি গঠন করে প্রতিটি বিভাগের খরচ পর্যালোচনা করে তার রিপোর্ট প্রকাশ করতে হবে। এত টাকা কী কী কাজে ব্যাবহার করা হয় তার হিসাব দাখিল না হওয়া পর্যন্ত কোনো ফি বাড়ানো চলবে না।

এসএফআই জেলা সভাপতি সুকুমার মাঝি বলেন, আগেও মেদিনীপুর কলেজে ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন চলেছে। আজ ছাত্রদের সংগঠিত বিক্ষোভের মুখে নতি স্বীকার করতে বাদ্ধ হন অধ্যক্ষ। ফি বৃদ্ধির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।" 

Comments :0

Login to leave a comment