WORLD UNIVERSITY GAMES GERMANY

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম সোনা জয় ভারতের

খেলা

জার্মানিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে প্রথম সোনা জিতল ভারত। পোল ভল্টে দেব মিনার রেকর্ডের পর এবার সোনা এল তীরন্দাজির হাত ধরে । দুই তীরন্দাজি কুশল দালাল ও পর্ণিত কৌর ১৫৭-১৫৪ ব্যবধানে জিতলেন। হারালেন দক্ষিণ কোরিয়াকে। এর আগে এই প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার টেনিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বৈষ্ণবী আদকার।  

Comments :0

Login to leave a comment