DR. B C ROY U-16 NATIONAL TOURNAMENT

বি. সি রায় ট্রফিতে বড় জয় বাংলা দলের

খেলা

ছবি সৌজন্য - আইএফএ

শুক্রবার অনুর্দ্ধ ১৬ ড; বি.সি. রায় ট্রফির গ্ৰুপ লিগের শেষ ম্যাচে কেরালাকে বড় ব্যবধানে হারাল বাংলা দল। ৪-১ গোলের ম্যাচে হ্যাটট্রিক করলেন রাজদীপ পাল। গত মেঘালয় ম্যাচের পর এই ম্যাচেও গোল পেলেন রাজদীপ। কোচ ফাল্গুনী দত্তের অধীনে দারুন ফুটবল উপহার দিচ্ছে  বাংলার অনুর্দ্ধ ১৬দলের খেলোয়াড়রা। গ্ৰুপের মোট তিনটি ম্যাচ জিতে সর্বোচ্চ ৯পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছালো বাংলা দল। ম্যাচের চতুর্থ গোলটি করেন দুর্গেশ তিওয়ারি।

Comments :0

Login to leave a comment