রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে ৪৩ যাত্রী এবং ৬ বিমানকর্মী ছিলেন। 
রাশিয়ার আমুর এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বৃহস্পতিবার দুপুরে বিমানের জ্বলন্ত অংশ খুঁজে পেয়ে উদ্ধারকারী বাহিনী। 
রাশিয়ার সংবাদসংস্থা ‘তাস‘ জানাচ্ছে, সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি টিন্ডা বিমানবন্দরে নামার কিছু আগে যোগাযোগ হারিয়ে ফেলে। চীনের সীমান্তের কাছে এই বিমানবন্দর। 
প্রশাসন জানিয়েছে ৪৩ যাত্রীর মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
Russia Plane Crash
৪৯ জনকে নিয়ে রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান
                                    ছবি প্রতীকী।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0