Jagdeep Dhankhar

ধনখড়কে সম্বর্ধনা দেবেন বিরোধীরা

জাতীয়

প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে বিদায় সম্বর্ধনা দেবে বিরোধীরা। সূত্রের খবর প্রাক্তন উপ-রাষ্ট্রপতিকে নৈশ ভোজে আমন্ত্রণ জানানো হবে। সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেন জগদীপ ধনখড়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে ধনখড়ের পদত্যাগ নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিরোধীরা।
বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবিতে সোমবার বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়ে রাজ্যসভায়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত বলে মনে করছেন অনেকে। ধনখড় নোটিসটি গ্রহণ করেন এবং রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন। এই গোটা বিষয়টিকে ভাল ভাবে নেয়নি কেন্দ্র। বিরোধীদের দেওয়া নোটিসটি রাজ্যসভায় গৃহীত হওয়ার ফলে বিচারব্যবস্থাকে দুর্নীতি থেকে মুক্ত রাখার কৃতিত্ব হাতছাড়া হয় কেন্দ্রীয় সরকারের। গোটা বিষয় নিয়ে ধনখড়ের সাথে একপ্রকার বচসা হয় কেন্দ্রের।
সোমবার রাজ্যসভার ‘বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটি’র বৈঠক ছিল। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়। সেই বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে লিখেছেন, রাজ্যসভায় বিজেপির দলনেতা জেপি নাড্ডা, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই দিনই ফের বিকেল সাড়ে ৪টের সময় ওই কমিটির বৈঠক ডাকা হয়। সেখানে নাড্ডা বা রিজিজু কেউ ছিলেন না।

Comments :0

Login to leave a comment