ভারতীয় দলের হেড কোচের জন্য বিভিন্ন সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল ভারতের ফুটবল ফেডারেশন এইআইএএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন )। তারপর এইআইএফএফের কাছে বেশ কয়েকটি কোচের তালিকা জমা পড়েছিল। তবে তার মধ্যে সবথেকে আলোচ্য হল বার্সিলোনা ও স্পেনের প্রাক্তন মিডফিল্ডার বিশ্বকাপজয়ী কিংবদন্তি জাভি হার্নান্দেজের নাম। ভারতের হেড কোচ হতে চেয়ে নিজের নাম প্রস্তাব করেছিলেন তিনি। নিজের ইমেল আইডি থেকে এই প্রস্তাব পাঠান জাভি। এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে আর্থিক সমস্যার কারণে জাভির এই প্রস্তাব নাকচ করে দিয়েছে এআইএফএফ। এর আগে একটি ইন্টারভিউতে জাভি জানিয়েছিলেন যে, আইএসএলে বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার খেলায় তিনি ভারতীয় ফুটবল রেগুলার ফলো করেন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কাতারের দল আল সাদে কোচিং করানোর পর যোগ দিয়েছিলেন বার্সিলোনায়। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কাতারের দলটির হয়ে জিতেছেন কাতার স্টার্স লিগ , কাতার কাপ , শেখ জসিম কাপ , এমির অফ কাতার কাপ ও কাতারি স্টার্স কাপ । ২০২২ -২৩ মরশুমে বার্সিলোনাকে জিতিয়েছেন লা লিগা। ২০২৩ সালে জিতিয়েছেন স্প্যানিশ সুপার কাপ।
XAVI'S PROPOSAL REJECTED BY AIFF
জাভির প্রস্তাব নাকচ করল এআইএফএফ

×
Comments :0