Rajasthan

স্কুলের ছাদ ভেঙে সাত পড়ুয়ার মৃত্যু

জাতীয়

রাজস্থানের ঝালওয়ারে স্কুলের ছাদ ভেঙে মৃত্যু হলো সাতজন পড়ুয়ার। আহত ১৫ জন। শুক্রবার স্কুল চলাকালিন ভেঙে পড়ে ছাদ। ধ্বংস স্তুপ সড়িয়ে উদ্ধার করা হয়েছে পড়ুয়াদের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। 

এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করেছেন।

রাজস্থানের পুলিশ আধিকারিক অমিত কুমার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন এদিন সকাল ৭:৪৫ মিনিট নাগাদ ঘটনা ঘটে। স্কুল চলাকালিন ক্লাস ভেঙে পড়ায় স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। কেন স্কুলের মেরামতি করা হয়নি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং শিক্ষামন্ত্রী মদল দিলাওয়ার জানিয়েছেন এই বিষয় তদন্ত হবে। 

 

Comments :0

Login to leave a comment