CPIM

বেহাল নাগরিক পরিষেবা, রায়গঞ্জ পৌরসভা অভিযানে সিপিআই(এম)

জেলা

শুক্রবার সাংবাদিক বৈঠকে সিপিআই(এম) নেতৃবৃন্দ।

নাগরিক পরিষেবা উন্নতি করতে পৌরসভা অভিযান হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যদা করছে মমতা ব্যানার্জির সরকার। সাড়ে ৩ বছর  পৌরসভার ভোট না করে দীর্ঘদিন ধরে পৌর প্রশাসক দিয়ে পৌরসভা চালাচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের বিরুদ্ধে লড়াই হবে বললেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপ্রতিনিধি হরিনারায়ন রায়। শুক্রবার সিপিআই(এম) রায়গঞ্জ শহর এরিয়া দপ্তরে বেহাল পৌরসভার বিরুদ্ধে সাংবাদিক বৈঠক হয়। বৈঠকে প্রাক্তন পৌরপ্রতিনিধি হরিনারায়ন রায় এবং সিপিআই(এম) রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস উপস্থিত ছিলেন। তীর্থ দাস বলেন, "রায়গঞ্জের ২৭ টা ওয়ার্ডে রাস্তার পিচের আস্তরণটা উঠে গেছে। রাস্তা মেরামতি হচ্ছেনা। বেহাল রাস্তায় রোজ এক্সিডেন্ট ঘটছে। পৌরসভার পেনশনভোগীরা ৫ মাস ধরে পেনশন পাচ্ছেননা। পেনশনের দাবীতে আন্দোলন করতে করতে দুজন পেনশন প্রাপক মারা গেছেন। রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে শনিবার থেকে শুরু হচ্ছে ওয়ার্ড ভিত্তিক প্রচার। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী ১৫  সেপ্টেম্বর রায়গঞ্জ পৌরসভা ঘেরাও হবে। প্রতিদিন অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে। ঠিকাদাররা কয়েক কোটি টাকা পৌরসভার কাছে পাবে। সাফাই কর্মীদের সাম্মানিক অনিয়মিত। প্রশাসকের নামে ওয়ার্ডের যারা কো-অর্ডিনেটর তাঁরাই জলাশয় ভরাট, জমি বিক্রির লেনেদেনে এখন কোটিপতি হচ্ছে। অবৈধ প্রোমোটারি চলছে, স্বজন পোষণ চলছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। ১৫ সেপ্টেম্বর বৃহত্তর লড়াইয়ের অভিমুখ হবে রায়গঞ্জ পৌরসভা। পুলিশ দিয়ে আন্দোলন ভাঙ্গতে এলে রাজনৈতিক ভাবে প্রতিরোধ হবে। সাংবাদিক বৈঠকে বললেন তীর্থ দাস।


 

Comments :0

Login to leave a comment