অমাবস্যার কোটাল ও নিম্নচাপ জোড়া ফলায় দীঘা সংলগ্ন সমুদ্র উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এরকমটাই হাওয়া অফিসের খবর। উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাব পড়তে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,সহ দুই চব্বিশ পরগনায়।
পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, জেলার সমস্ত উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ব্লক, গ্রাম পঞ্চায়েত গুলোকে আগাম ব্যবস্থা নেওয়ার বার্তা পাঠানো হয়েছে। জেলার মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার এবং ফ্লাড সেন্টার ও স্কুলগুলোকে ত্রাণ শিবির হিসেবে ব্যবহার করা হবে সেরূপ কোনও বিপর্যয় ঘনিয়ে এলে। এনডিআরএফ সহ উদ্ধারকারী দলগুলোকে তৈরী রাখা হয়েছে।"
সকাল থেকে কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত উপকূল এলাকায় মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। দীঘা, মান্দারমনি, রসুলপুর, পেটুয়াঘাট, জুনপুট,শৌলা ,তাজপুর এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পর্যটন কেন্দ্র দীঘা, মান্দারমনি এলাকায় পর্যটকরা যাতে সমুদ্র স্নানে না নামে তার জন্য নুলিয়া, কোস্টাল পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টকে মোতায়েন করা হয়েছে। সেচদপ্তরকে দুর্বল বাঁধগুলো নজরদারি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিনদিন মৎস্যজীবীদের মৎস্য শিকারে যেতে নিষেধ করা হয়েছে। যারা মাঝ সমুদ্রে আছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি। কখনো কখনো সূর্যের মুখ দেখা গেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়ার লক্ষণ ছিল না। কিন্তু সমুদ্র উত্তাল ছিল।
Weather
কোটাল-নিম্নচাপ: দুর্যোগের জোড়া ফলার আশঙ্কায় পূর্ব মেদিনীপুর

×
Comments :0