NATUNPATA : GK : TAPAN KUMAR BAIRAGAY : 23 AUGHST 2024, FRIDAY

নতুনপাতা : জানা অজানা : সাদা পায়রার দেশ ফ্লোরিডা : তপন কুমার বৈরাগ্য : ২২ আগস্ট ২০২৪, শুক্রবার

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  TAPAN KUMAR BAIRAGAY  23 AUGHST 2024 FRIDAY

নতুনপাতা : জানা অজানা 

সাদা পায়রার দেশ ফ্লোরিডা
তপন কুমার বৈরাগ্য

মার্কিণ যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা বলে একটা রাজ্য আছে।
যে রাজ্যে আছে ফ্লোরিডা প্রণালী নামক একটা
সমুদ্র প্রণালী।আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো
উপসাগরকে যুক্ত করেছে।নিকটেই ক্যারিবিয়ান
সাগর। মার্কিণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর দ্বীপ রাষ্ট্র।
এখানে ছোট বড় মিলিয়ে প্রায় চারহাজার পাঁশচোটির
মতো দ্বীপ আছে। মোট আয়তন ছেশট্টি হাজার বর্গকিমি।
এখানে দেখা যায় মুকুটযুক্ত কবুতর।যাদের মাথায়
ঝরঝরে সাদা টুপি ।এই ধরনের পায়রা পৃথিবীর আর
অন্য কোথাও দেখা যায় না। এরা বিশুদ্ধতার প্রতীক।
এই পায়রা শান্তি, সম্মান,ভদ্রতা,ত্যাগ,যোগাযোগের প্রতীক।
এই সাদা পায়রার এক একটার ওজন হয় চারশো থেকে
পাঁচশো গ্রাম।এদের দেহে দশটি পালক থাকে।
প্রতিদিন এরা ত্রিশ থেকে ৬০গ্রাম খাদ্য গ্রহণ করে।
এদের দেহে দশটি কারুকার্যময় সাদা পালক আছে।
এরা একসঙ্গে দুটি ডিম পাড়ে।ডিম ফুটে বাচ্চা বের হতে
প্রায় কুড়ি দিন সময় লাগে।এই সাদা পায়রা প্রায় ত্রিশ
বছর বাঁচে।ফ্লোরিডা রাজ্যকে সাদা পায়রার দেশ বলার
বেশ কিছু কারণ আছে। এখানে প্রচুর দানাশস্যের চাষ হয়।
যেগুলো এই শ্রেণির পায়রার প্রিয় খাদ্য।
এখানকার জলবায়ু খুব মনোরম ও সুন্দর।যে আবহাওয়ায়
এই শ্রেণির পায়রা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে।
এখানে যে সব ফলের চাষ হয় সেই সব ফলগুলো এই
পায়রার প্রিয় খাদ্য। 
তাছাড়া এখানকার বাসিন্দারা সাদা পায়রাকে স্বাধীনতা
ও শান্তির প্রতীক হিসাবে ভাবে।পায়রাকে নিজেদের
জীবনের চেয়েও বেশি ভালোবাসে।তাইতো ফ্লোরিডা সাদা
পায়রার দেশ।

Comments :0

Login to leave a comment