NATUNPATA : ICCHE : EBAR MUKHRA KARE DAO.... : MANISH DEB : 24 AUGHST 2024, SATURDAY

নতুনপাতা : ইচ্ছে : এবার মুখর করে দাও.... : মনীষ দেব : ২৪ আগস্ট ২০২৪, শনিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  ICCHE  EBAR MUKHRA KARE DAO  MANISH DEB  24 AUGHST 2024 SATURDAY

নতুনপাতা : ইচ্ছে  

এবার মুখর করে দাও....

মনীষ দেব

  এবার    নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
  রবিঠাকুর চোখ মেল, একবার ফিরে তাকাও — নীরব পাখিদের দিকে। ওরা হাটছে ট্রাম লাইন ধরে কলেজস্ট্রীটের দিকে। না, ওরা গান গাইছে না, কথা বলছে না, শুধু নীরবতায় মুখরিত চারপাশ — অনেকেই ওদের মুক ও বধির বলে। আমি বলি না, কারণ আমি নিজেই এখন মুক ও বধির, তবুও সময় এখন মুখরিত — না হলে এক হাটু জল ভেঙে হেঁটে চলেছে — শিশু-কিশোর এবং নীরব পাখিরা জোয়ারের মতো — আর কারা যেন আজও বলে যায়, ওদের মনে রঙ লাগাতে নেই, এখন ওরা শুধু বেড়ে উঠুক, তারপর আমরা ওদের লুট করবো। কী নির্লজ্জ উদাসীন এখনও চারপাশ শুধু বলে চলেছে — 
      রঙ লাগিও না!
      রঙ লাগিও না! 
      রঙ লাগিও না! 
আর সময় চিৎকার করছে — 
      সব দিবি কে সব দিবি পায়,  আ য় আ য় আয়। 
      ডাক পড়েছে ওই শোনা যায় 'আ য় আ য় আয়'।। 
      আসবে সে যে স্বর্ণরথে — জাগবি কারা রিক্ত পথে.... 
রবিঠাকুর — একবার বলে যাও, এই অসময়ের বৈপরীত্যে—
      এবার   মুখর করে দাও হে তোমার নীরব কবিরে।

Comments :0

Login to leave a comment