নতুনপাতা : কবিতা
ভালোবাসাবাসি
দেবাশিস বসু
মনে নাচ করে কত পাখি
শোনে গান গেয়ে ডাকাডাকি,
বুকে ঝলমল করে আলো
দুখে আকাশের রঙ কালো।
আঁকি ফুল পাতা গাছ পাখি
ডাকি চোখ দিয়ে ছুঁয়ে রাখি,
ঝড়ে উড়ে যায় কিশোরীটি
পড়ে সারারাত কার চিঠি।
চিঠি ফুটফুটে চাঁদ-তারা
মিঠি স্বপ্নেরা দিশেহারা,
আলো রোদ্দুর সোনা গাছে
জ্বালো আকাশের নীল কাচে।
সে যে রাত ভোর দিশেহারা
সেজে ফুল-পরি ঝরা তারা,
সবই কিশোরীকে ভালোবেসে
কবি ঘুম নেই প্রিয় দেশে।
Comments :0