নতুনপাতা
বলতে পারো : অমল কর
উত্তর ১৫ আগস্ট ২০২৪
জিজ্ঞাসা
১) শহিদ ক্ষুদিরাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর মা-বাবার নাম কি?
২) শহিদ ক্ষুদিরাম বসুকে নিবেদিত "একবার ষবিদায় দে মা ঘুরে আসি " গানটির গীতিকার ও সুরকার কে?
৩) স্বাধীনতা প্রাপ্তির পর কবে প্রথম কোথায় কে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করেন?
৪)ভারত ছাড়া আরও ৫টি দেশ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? কোন্ কোন্ দেশ?
৫) কিশোর বিদ্রোহী কবি বা ইয়ং নজরুল আখ্যায়িত সুকান্ত ভট্টাচার্য -র গ্ৰন্থরাজির নাম বলো।
৬) প্রথমে ম্যালেরিয়া পরে যক্ষ্মারোগে আক্রান্ত কবি সুকান্ত ভট্টাচার্য যাদবপুর কুমুদশঙ্কর রায় যক্ষ্মা হাসপাতালে কোন্ ওয়ার্ডে কত নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন?
সমাধান
১) শহিদ ক্ষুদিরাম মেদিনীপুর জেলার মোহিনী গ্ৰামে ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মগ্ৰহণ করেন ।তাঁর বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি ফাঁসির মাধ্যমে শহিদের মৃত্যুবরণ করেন মুজফ্ফরপুর জেলে ১১/০৮/১৯০৮ সালে ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সে।
২) ক্ষুদিরাম বসুকে স্মরণে
" একবার বিদায় দে মা
ঘুরে আসি" গানটির গীতিকার ও সুরকার বাঁকুড়া জেলার পীতাম্বর দাস। "সুভাষচন্দ্র"চলচ্চিত্রে শিল্পী লতা মঙ্গেশকর গানটি গেয়েছিলেন।
৩) স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দিল্লির লালকেল্লার লাহোরি গেটে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
৪) ভারত ছাড়া লিচেনস্টাইন(১৯৪০), উত্তর কোরিয়া(১৯৪৫), দক্ষিণ কোরিয়া(১৯৪৫), কঙ্গো (১৯৬০) এবং বাহারিন ( ১৯৭১)
১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে।
৫) কিশোর বিদ্রোহী কবি তথা ইয়ং নজরুল আখ্যায়িত কবি সুকান্ত ভট্টাচার্য-র গ্ৰন্থরাজি :
ছাড়পত্র(১৯৪৭),ঘুম নেই(১৯৫০), পূর্বাভাস (১৯৫০) ,মিঠে কড়া (১৯৫১),অভিযান(১৯৫৩), হরতাল (১৯৬২) গীতিগুচ্ছ (১৯৬৫)। পরে 'সুকান্ত সমগ্ৰ'।
৬)ম্যালেরিয়ায় ভুগে যক্ষ্মারোগে আক্রান্ত কবি সুকান্ত ভট্টাচার্য যাদবপুর কুমুদশঙ্কর রায় টিবি হাসপাতালে লেডি মেরি হার্বার্ট ব্লকের ১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
Comments :0