NATUNPATA : QUIZZ : AML KAR : ANS. 29 AUGHST 2024, THURSDAY

নতুনপাতা : বলতে পারো : অমল কর : উত্তর ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  ANS29 AUGHST 2024 THURSDAY

নতুনপাতা

বলতে পারো : অমল কর

উত্তর ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার

 

 

জিজ্ঞাসা
১) প্রখ্যাত ফুটবল কোচ স্বেন গোরান এরিকসন সম্বন্ধে কি জানো?
২) বিগত টোকিও প্যারা অলিম্পিকে ভারত কতগুলো পদক পায়?
৩) ব্যারিস্টার অতুলপ্রসাদ সেন মোট কতগুলো গানের গীতিকার ও সুরকার?
৪) ভারতের প্রধান বিচারপতির মাসিক বেতন কত?
৫) কোন্ প্রাণী ৫ বছর কিছু না -খেয়েও বাঁচে?
৬) "সুপার বাসুকি ট্রেন" সম্বন্ধে কি জানো?

 

 

সমাধান

১) স্বেন গোরান এরিকসন (সুইডিশ)১৯৭৩ সালে ফুটবল খেলা ছেড়ে ১৯৭৭ সালে কোচিং শুরু করে ইংল্যান্ড মেক্সিকো আইভরি কোস্ট ফিলিপিন্সের মতো জাতীয় দলের কোচ ছাড়াও ইউরোপীয় কাপে ৬টি দলের কোচ ছিলেন। মোট ১৮ টি খেতাব জেতেন।
২) বিগত টোকিও প্যারা অলিম্পিকে ভারত ৫টি সোনা ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, মোট ১৯টি পদক জেতে।
৩) ব্যারিস্টার গীতিকার সুরকার গায়ক অতুলপ্রসাদ সেন মোট ২০৬ টি গান লেখেন। সাহানাদেবী সম্পাদিত "কাকলি "-র দুটি খণ্ডে ৭১ টি গান স্বরলিপি সহ প্রকাশিত হয়। বাকিগুলো "গীতিগুঞ্জ" গ্ৰন্থে গ্ৰন্থিত।
৪) ভারতের প্রধান বিচারপতির বর্তমান মাসিক বেতন অন্যান্য অনেক আকর্ষণীয় সুযোগ সুবিধা সহ  আড়াই লক্ষ টাকা।
৫) হাপ স্পঞ্জ ৫ বছর কিছু না -খেয়ে বেঁচে থাকতে পারে। এরা ১০ থেকে ১১ হাজার ফুট সমুদ্রের গভীরে প্রবল শৈত্যেও নিজেদের চেয়েও বড়ো প্রাণী খেয়ে নিতে পারে। 
৬) ৬ টি ইঞ্জিন চালিত ২৯৫ টি কোচ নিয়ে ৩.৫  কিঃমিঃ দৈর্ঘ্যের  ২৭ হাজার টন কয়লা বহনে সমর্থ ২৬৭ কিঃমিঃ পথ পরিক্রমায় দক্ষ ভারতের দীর্ঘতম এই ট্রেনটি 'সুপার বাসুকি ট্রেন'।

Comments :0

Login to leave a comment