RALLY DIAMOND HARBOUR

মিছিল এগিয়েছে, বেড়েছে জনজমায়েত

রাজ্য লোকসভা ২০২৪

আক্রা পুরাতন বাজার থেকে মিছিলে প্রতীকুর রহমান, মীনাক্ষী মুখার্জি, শমীক লাহিড়ী।

যত এগিয়েছে মিছিল ততই বেড়ে জনতার ভিড়। এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকল ডায়মন্ডহারবার কেন্দ্রের আকরা থেকে বাটামো৩ এলাকা।
সিপিআই(এম) প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে এদিন প্রচার মিছিলে অংশ নেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। খোলা জিপে ছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীও। 
আকরা পুরাতন বাজার থেকে ডাকঘর চন্দননগর হয়ে বাটামোড় পর্যন্ত চলে মিছিল। পার্টির নির্বাচনী প্রতীক আঁকা বিশাল ব্যানার নিয়ে হেঁটেছেন পার্টিকর্মীরা। মিছিলের পাশে ভিড় করেছেন স্থানীয় বহু মানুষ। 


ডায়মন্ডহারবার কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি। প্রতিটি নির্বাচনেই গত প্রায় দশ বছর ডায়মন্ডহারবার ভোট লুটের জন্য কুখ্যাত হয়ে গিয়েছে। প্রতীকুর জনতার মধ্যে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বুথকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে জনতার অধিকার। সেই বার্তাই দিয়েছেন মীনাক্ষী মুখার্জি, শমীক লাহিড়ী।

Comments :0

Login to leave a comment