কলকাতায় স্টুডেন্টস হেলথ হোমে চিকিৎসাধীন রয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। শুক্রবার তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে, এদিন তাঁর প্রয়োজনীয় কিছু শারীরিক পরীক্ষাও করিয়েছেন চিকিৎসকরা। সিপিআই(এম) নেতৃবৃন্দ তাঁর চিকিৎসা সম্পর্কে খোঁজখবর রাখছেন।
গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের গণনার দিন ভোটে জেতার উল্লাসে তৃণমূলী দুষ্কৃতীরা মোলান্দি গ্রামে সিপিআই(এম) কর্মী হোসেন সেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। বোমার আঘাতে তাঁর দশ বছরের শিশুকন্যা তামান্না খাতুনের শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে তামান্নার মা সাবিনা ইয়াসমিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে গিয়ে সিপিআই(এম)’র সভা মঞ্চ থেকে তৃণমূলের দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন, আর কোনও তামান্নার প্রাণহানি যাতে না হয় তার জন্য ন্যায়বিচার চেয়েছেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গিয়েছে, এখনও তামান্নার মা বিচার পাননি, বরং তৃণমূলের অভিযুক্ত দুষ্কৃতীরা এখনও গ্রামে তাঁকেই হুমকি দিয়ে বেড়াচ্ছে। এই অবস্থায় মানসিক যন্ত্রণায় গত মঙ্গলবার রাতে বেশি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সেই রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় পলাশীর মীরা গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু পুলিশ বুধবার রাতে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের ওপরে চাপ সৃষ্টি করে সাবিনা ইয়াসমিনকে ছুটি লিখিয়ে রাতের অন্ধকারেই হাসপাতালের পিছনের গেট দিয়ে বের করে দেয়। বাড়িতে ফিরলেও তাঁর অসুস্থতা দেখে বৃহস্পতিবার তাঁকে কলকাতায় নিয়ে যান তাঁর স্বামী হোসেন সেখ এবং প্রতিবেশীরা। বর্তমানে কলকাতায় স্টুডেন্টস হেলথ হোমে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতেই সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, মীনাক্ষী মুখার্জি, নদীয়া জেলা সম্পাদক মেঘলাল সেখ ও পলাশী এরিয়া কমিটির সম্পাদক অজয় সরকার মোলান্দি গ্রামে গিয়ে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার খোঁজ নেন। বৃহস্পতিবার গিয়েছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীবৃন্দও। এখনও তাঁর চিকিৎসা সম্পর্কে ধারাবাহিকভাবে খবর রাখছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Tamanna's Mother
অবস্থা স্থিতিশীল সাবিনা ইয়াসমিনের
×
Comments :0