Tesla vs BYD

আমেরিকার টেসলাকে ছাপিয়ে গেল চীনের বিওয়াইডি

আন্তর্জাতিক

ব্যাটারি চালিত ছোট গাড়ির বিক্রিতে আমেরিকার টেসলাকে টপকে গেল চীনের বিওয়াইডি। 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে যে ২০২৫-এ টেসলার বিক্রি ১৬ লক্ষ ৫০ হাজার গাড়ি। বিওয়াইডি’র বিক্রি করা গাড়ির সংখ্যা সদ্য শেষ হওয়া বছরে ২২ লক্ষ ৫০ হাজার।
বিওয়াইডি বা ‘বিল্ড ইওর ড্রিম’ বিবৃতিতে জানিয়েছে ২০২৪’র তুলনায় ২০২৫-এ বিক্রি ২৮ শতাংশ বেড়েছে। 
টেসলার মালিক বিশ্বের সবচেয়ে ধনসম্পত্তির মালিক এলন মাস্ক। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই শিল্পমালিক সরকারের ‘দক্ষতা বৃদ্ধি বিভাগ’-র দায়িত্বে বসেছিলেন। আট ঘন্টা কাজের বিধি তুলে দেওয়ার পক্ষে সওয়াল চালিয়েছে এই বিভাগ লাগাতার। বহু কর্মীকে ছাঁটাইও করেছে। মাস্ক এবং তাঁর নেতৃত্বাধীন বিভাগের ছাঁটাই অভিযানের প্রতিবাদে রাস্তায় নামেন আমেরিকার বহু নাগরিক। এমনকি ট্রাম্পের অন্য সহযোগীদের মধ্যেও বিরোধ বেঁধে যায়। সরতে হয় মাস্ককে। পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশের বক্তব্য, মাস্ককে ঘিরে টানাপড়েনের প্রভাব পড়েছে টেসলার ব্যবসায়।
তবে ভিন্নমতও রয়েছে। নতুন প্রযুক্তির ক্ষেত্রে কম দামে সহজলভ্য পণ্য বাজারে আনার কাজে চীনকে বিভিন্ন পর্বে আলোড়ন ফেলতে দেখা যাচ্ছে। গত বছরই চীনের এআই ‘ডিপসিক’ নাড়িয়ে দিয়েছিল আমেরিকার বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থাকে।

Comments :0

Login to leave a comment