Dhaka Mob Lynching

ঢাকার বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক

নিহত আইনজীবী নঈম কিবরিয়া।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বছর শেষের রাতের এই ঘটনা। 
নিহতের স্বজনদের অভিযোগ, উন্মত্ত ভিড় নঈম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। তিনি পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন। তাঁর বাড়ি জেলার সদর উপজেলায়।
জানা গেছে, ঘটনার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটর সাইকেলে চারচাকার গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে। 
গুরুতর আহত অবস্থায় এই আইনজীবীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। 
এদিকে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু একের পর এক পিটিয়ে হত্যার ঘটনায় আশঙ্কার পরিবেশ তৈরি হয়ে রয়েছে।  
নিহতের তুতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, নঈম কিবরিয়া ‘মব’ সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটিও ভাঙচুর করা হয়েছে।
ঘটনার বিবরণে রফিকুল বলেন, নঈম তাঁর এক বন্ধুর গাড়ি নিয়ে বের হয়েছিলেন। রাতে তাঁর মোবাইলে ফোন করলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ধরেন। নিরাপত্তাকর্মী বলেন, নঈমকে মারধর করে ফেলে রাখা হয়েছে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে নঈমকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।
তিনি আরও বলেন, নঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। ১০ দিন আগে তিনি পাবনা থেকে এসে ঢাকার পূর্বাচলে তাঁর বাসায় ওঠেন। পাবনায় নঈমের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।
শুক্রবার ভাটারা থানার এসআই মহম্মদ আরিফুল ইসলাম জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নঈমের প্রাইভেট কারটির একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment