QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 25 DECEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২৫ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  25 DECEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ২৫ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১. মহিলাদের ফুটবলে কোন্  দেশ ২০২৫ সালে সাফ গেমসে বিজয়ী?
২. ২০২৫ সালে কোন্ ফুটবল দল সুপার কোপা ইতালিয়া কাপ বিজয়ী?
৩. জোশেফ স্তালিন সম্বন্ধে কে ?
৪. আরাবল্লি পর্বতমালার মোট পাহাড়ের সংখ্যা কত?
৫. প্রতিবছর উত্তর গোলার্ধে দিন ছোটো ও  রাত বড়ো কবে?
৬. মহাভারতে কোন্  পাঁচজনকে গদাচালনা ও মল্লযুদ্ধে সমান শক্তির অধিকারী হিসেবে বলা হয়েছে?

সমাধান 

১.  ২০২৫ সালে মহিলাদের সাফ গেমসে ভারত ফাইনালে নেপালকে ৩-০ গোলে পরাস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পঞ্চম আন্তর্জাতিক ট্রফি জেতে,  পক্ষে মোট ১৬ গোল, কোনো গোল না-খেয়ে।
২. ২০২৫ সালে সুপার কোপা ইতালিয়ান কাপ জয়ী নাপোলি (১৯৯০ ও ২০১৪ সালেও বিজয়ী)প্রতিপক্ষ বোলোয়ানাকে ২-০ গোলে হারিয়ে।
৩. জোশেফ ইউসিফ ডিসসারিওনোভিচ স্তালিন (জন্ম ২১ ডিসেম্বর, ১৮৭৯) ছিলেন সোভিয়েত সমাজতন্ত্রের রূপকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রমুখ ফ্যাসিস্টদের পরাস্ত করেন,১৯২৪-১৯৫৩ পর্যন্ত তিনি ছিলেন সোভিয়েতের সর্বময় নেতা এবং ১৯২২-১৯৫২ পর্যন্ত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি।
৪. উত্তর গোলার্ধে প্রতিবছর ২১ শে ডিসেম্বর ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত । একে বলা হয় শীতকালীন অয়নান্ত।
৫. আরাবল্লি পর্বতমালার মোট পাহাড়ের সংখ্যা ১২,০৮১ টি । তন্মধ্যে মাত্র ১০৪৮ টি  ১০০ মিটার ও তার বেশি।
৬. মহাভারতে জরাসন্ধ,কীচক, শৈল্য , ভীম ও দুর্যোধনকে গদাচালনা ও মল্লযুদ্ধে সমান শক্তির অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment