দুনিয়াজোড়া মন্দা। পুঁজিবাদ পরিত্রাণের নানা উপায় খুঁজছে। ধান্দার পুঁজিবাদ তার কৌশল। এত লুট কখনও দেখিনি। প্রাকৃতিক সম্পদ লুটের সঙ্গে চলছে রাষ্ট্রীয় সম্পদের লুট। দেশজুড়ে লুটের শাসন কায়েম করছে বিজেপি। তার সহযোগীর ভূমিকা পালন করছে তৃণমূল। তাই দুই শক্তির বিরুদ্ধে লড়াই।
মঙ্গলবার মহাজাতি সদনে মুজফ্ফর আহ্মদের জন্মদিবস পালনের অনুষ্ঠানে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। তিনি বলেন, শ্রেণিভিত্তিকে মজবুত করতে হবে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে আজকের লড়াই করবে সিপিআই(এম)।
মুজফ্ফর আহ্মদ প্রসঙ্গে তিনি বলেন, মার্কসবাদ লেনিনবাদের মতাদর্শ আত্মস্থ করে কাজ করেছেন তিনি। মার্কসবাদ প্রয়োগের বিজ্ঞান। আজকের পরিস্থিতিকে ব্যাখ্যা করতে হবে। বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদকে আক্রমণ করা আজকের দুনিয়ায় শাসকের বড় হাতিয়ার। কারণ পুঁজিবাদী অর্থনীতি বিপর্যস্ত হয়ে রয়েছে।
আক্রমণের লক্ষ্য কমিউনিস্টরা। কারণ তাঁরা শ্রেণি ঐক্য সংগঠিত করে সমাজ বদলের লক্ষ্যে কাজ করে।
তিনি বলেন, আজকে নয়া ফ্যাসিবাদের চেহারা আমরা দেখছি। আরএসএস জন্মের সঙ্গে বিশ্ব ইতিহাসের সম্পর্ক আছে। ১৯১৭ সালে সোভিয়েত বিপ্লবের প্রতিক্রিয়া পড়ে সারা দুনিয়ায়। স্বাধীনতা সংগ্রামে প্রভাব পড়ে আমাদের দেশে। ১৯২০-তে ভারতের কমিউননিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯২৫ সালে প্রথম পার্টি কংগ্রেসও হয়। তখনই হিন্দুত্ববাদী শক্তির সংগঠিত কাঠামো আরএসএস তৈরি হয়, হিটলার-মুসোলিনিদের মতাদর্শ অনুসরণ করে। আজকে শাসককে রক্ষার জন্যই এই বাহিনীকে ব্যবহার করছে ভারতের শাসক শ্রেণিগুলি।
লুটের শাসন কায়েমে সহযোগী শক্তি তৃণমূল। তাই দুই শক্তির বিরুদ্ধে লড়াই।
Ramchandra Dome
লড়াই তৃণমূল-বিজেপি দুই শক্তির বিরুদ্ধে: রামচন্দ্র ডোম

×
Comments :0