রবিবার সাত সকালেই তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি চপের দোকানে পর পর তিনটি গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। এরপরই দাউ দাউ করে আগুন ধরে যায় দোকানে। চপের দোকানের পাশপাশি থাকা দুটি রেস্টুরেন্ট, একটি ফুলের দোকান সহ মোট ছয়টি দোকানে আগুন লেগে যায়।
খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। তবে দমকল আসার আগেই কয়েক মিনিটের মধ্যেই ছটি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা।
ক্ষয় ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে দমকল। তবে উৎসবের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লের দোকানের মালিকরা।
দমকলের বিভাগের প্রাথমিক অনুমান গাস সিলিন্ডার থেকেই দোকানে আগুন লেগেছে। তবে গ্যাস সিলিন্ডার থেকেই যে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। ঘটনায় তদন্ত করছে পুলিশ ও দমকল বিভাগ।
cylinder explosions at Chapadanga bus stand
চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ডে পর পর তিনটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৬ টি দোকান

×
মন্তব্যসমূহ :0